নেশনহান্ট ডেস্ক : লক্ষ্মীর ভান্ডার হল মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকার কর্তৃক চালু করা একটি জনদরদী প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। বর্তমান দিনে সময়ের সাথে সাথে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে এই প্রকল্পের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে।
২৫ বছর বয়সী যে কোনও মহিলা লক্ষ্মীর ভান্ডারের আওতায় সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন। ২০২১ সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি চালু করেছিল। যাতে সাধারণ জাতি শ্রেণীর মহিলাদের জন্য ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হয়।
আরোও পড়ুন : কনকনে ঠান্ডায় কাঁপছে সারা বাংলা! শীতের মরশুমে বৃষ্টির সম্ভাবনা ২ জেলায়, আবহাওয়ার আপডেট
এই প্রকল্পের জন্য ২০২২ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্পটির জন্য স্কচ পুরষ্কার পেয়েছে। মহিলা ও শিশু কল্যাণ বিভাগ প্ল্যাটিনাম পুরষ্কার পেয়েছে। কিন্তু নানা ধরনের পুরস্কার পাওয়ার পরেও সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বছরে প্রায় ১১,০০০ কোটি টাকা খরচ করলেও মহিলাদের জন্য এই প্রকল্পটি এবার বন্ধ হতে চলেছে।
আরোও পড়ুন : PhD পড়ুয়ার কাঁধে রাম মন্দিরের পুজোর দায়িত্ব, হাজার হাজার মানুষের মধ্যে বেছে নেওয়া হল মোহিতকে! বেতন কত?
আর একথা সরাসরি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে, এই প্রকল্পের জন্য এবার সব মহিলা আবেদন করতে পারবেন না বা টাকা পাবেন না সরকারের ঘর থেকে। তাহলে কারা পাবেন এই টাকা ? আর কারাই বাপারবেন না? সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কারা লক্ষ্মীর ভান্ডারের আওতাভুক্ত নন।
কোনও সরকারি অথবা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি করেন, এছাড়াও পঞ্চায়েত বা বিধিবদ্ধ কোন সংস্থা, পৌরসভা অথবা পৌরনিগম, স্থানীয় স্বশাসিত সংস্থা অথবা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে চাকরি করে মাইনে পেয়ে থাকেন এমন মহিলারা বা যে সকল মহিলারা ইনকাম ট্যাক্স রিটার্ন করে থাকেন তারাও এই প্রকল্পের জন্য কোনোভাবেই আবেদন করতে পারবেন না বলে জানা গিয়েছে।