ভিড় সামলানোই আসল লক্ষ্য! এবার কালীপুজোতেও চলবে বাড়তি মেট্রো; দেখুন, কখন ‘লাস্ট টাইমিং’

নেশনহান্ট ডেস্ক : দুর্গাপুজোর পর কালীপুজোতেও বাড়তি পরিষেবা দেবে কলকাতা মেট্রো। দুটি স্পেশাল মেট্রো চালানো হবে আগামী রবিবার অর্থাৎ কালীপুজোর দিন। মেট্রো কর্তৃপক্ষ মনে করেছ এইদিন কালীঘাট ও দক্ষিণেশ্বরে পুণ্যার্থীদের ভিড় বাড়বে। তাই অতিরিক্ত যাত্রী সামাল দিতে চালানো হবে অতিরিক্ত মেট্রো।

৬৬টি করে মোট ১৩২টি মেট্রো আপ ও ডাউন লাইনে চালানো হবে রবিবার। নির্দিষ্ট সময় মেনে সকালে মেট্রো পরিষেবা শুরু হবে এদিন। সকাল ৯টায় প্রথম মেট্রো ছাড়বে দমদম-দক্ষিণেশ্বর, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত। রাতে চালানো হবে অতিরিক্ত মেট্রো।

আরোও পড়ুন : এবার বাড়িতে জলের সংযোগ নিলে মিটার বসানো বাধ্যতামূলক! নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার

রাত ৯টা ২৭ মিনিটে রবিবার শেষ মেট্রো ছাড়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লাইনে। রাত ৯টা ২৮ শেষ মেট্রো ছাড়ে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে রবিবার শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টায়। তবে নিয়ম মতো পরিষেবা বন্ধ থাকবে জোকা-তারাতলা এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে।

untitled 10 jpg

অন্যদিকে আজ ইডেনে ম্যাচ উপলক্ষে কলকাতা মেট্রো একজোড়া স্পেশাল ট্রেন চালাবে। এদিন দুটি স্পেশাল মেট্রো রাতে ছাড়বে এসপ্ল্যানেড স্টেশন থেকে। এসপ্ল্যানেড-কবি সুভাষ, এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর রুটে একজোড়া স্পেশাল মেট্রো এদিন ছাড়বে রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ। এই মেট্রো দুটি অন্তিম স্টেশনে গিয়ে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। এই মেট্রোটি যাত্রাপথে প্রত্যেকটি স্টেশনে স্টপেজ দেবে।