নেশনহান্ট ডেস্ক : মুর্শিদাবাদ জেলা বাংলার এক ঐতিহাসিক স্থান। নবাবের শহর মুর্শিদাবাদের সুখ্যাতি দেশ ছেড়ে পৌঁছে গেছে বিদেশের মাটিতে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শীতল আবহাওয়া বিরাজ করতে শুরু করে দিয়েছে। পুরোপুরি ঠান্ডা না পরলেও বাতাসে একটা হিমেল ভাব অনুভব করা যাচ্ছে। আর এই শীতের শুরুতেই বিদেশী পর্যটকদের কাছে ফের একবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নবাবের জেলা মুর্শিদাবাদ।
শীতের শুরুতেই বিদেশি পর্যটকদের মুর্শিদাবাদে আনাগোনা শুরু হতেই হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। মুর্শিদাবাদে কিছুদিন আগে জলপথে ঘুরতে আসেন ২৯ সদস্যের একটি বিদেশীর পর্যটকের দল। দুদিনের ট্রিপে এই বিদেশী পর্যটকদের দল ঘুরে দেখে মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য।
আরোও পড়ুন: এবার আরোও সহজেই পৌঁছে যান নর্থবেঙ্গলে! দুর্দান্ত খবর দিল রেল, জানলে আনন্দে লাফাবেন আপনিও
বাবুঘাট থেকে জলপথে মুর্শিদাবাদ যাওয়ার ব্যবস্থা চালু হতে মুর্শিদাবাদের প্রতি আগ্রহ বাড়ছে বিদেশী পর্যটকদের। ক্রুজে করে বিদেশি পর্যটকেরা মুর্শিদাবাদ ভ্রমণে বিশেষ আগ্রহী। ২২ জন সদস্যের একটি বিদেশী পর্যটকের দল শনিবার ঘুরে দেখেন সাবেক নবাবি তালুক মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলি। এই পর্যটক দলের সবাই এসেছিলেন ফ্রান্স থেকে।
আরোও পড়ুন : মাত্র ২ ঘন্টায় হাওড়া থেকে NJP! অবাক হচ্ছেন? দেখুন, দেশের প্রথম বুলেট ট্রেন চলবে কোন রুটে
কলকাতা থেকে শুক্রবার এই বিদেশী পর্যটক দল ক্রুজে চেপে বসে, এরপর মুর্শিদাবাদ গিয়ে পৌঁছায় সেদিন রাতে। এই পর্যটকদল শনিবার সকালে প্রথম দর্শন করতে যায় হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। স্থাপত্যের ঐতিহ্য ক্যামেরাবন্দি করার সাথে সাথে এই পর্যটক দল কথাবার্তা বলে স্থানীয় পর্যটকদের সাথে। এরপরই পর্যটকদল টাঙা চেপে যায় মুর্শিদাবাদ কুলি খাঁর সমাধি সৌধ কাটরা মসজিদে।
সেখানে দু’ঘণ্টা কাটানোর পর তারা উপস্থিত হন কাঠগোলা বাগান ও প্রাসাদে। নবাবী স্থাপত্যের ঐতিহাসিক স্থানগুলি দর্শনের পর এই পর্যটক দল সেদিন বিকেলে ক্রুজে চেপে ফিরে আসে কলকাতা। স্থানীয় টাঙা চালক মুস্তাক শেখ বলছেন, ঘোড়ায় টানা টাঙা পর্যটকদের কাছে প্রথম পছন্দ বিভিন্ন স্থান ঘুরে দেখার জন্য।
খুশি হয়ে বিদেশি পর্যটকেরা অনেক সময় নির্দিষ্ট অর্থের বেশি টাকা প্রদান করে থাকেন। সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি স্বপন ভট্টাচার্যর কথায়, মুর্শিদাবাদে এই সপ্তাহে দ্বিতীয়বার ও গত এক মাসের মধ্যে তিনবার বিদেশি পর্যটক দল এল। ২০১৯ সালের পর এই বছর শীতের শুরুতেই এত বড় বিদেশী পর্যটকের দল মুর্শিদাবাদ থেকে ঘুরে গেল। এটি বেশ ইতিবাচক মুর্শিদাবাদের পর্যটন ক্ষেত্রে।