নেশনহান্ট ডেস্ক : জলপাইগুড়ির (Jalpaiguri) জেলাশাসক সামা পারভিন কখনো পা রাখেননি কলেজে। তাঁর মাও স্কুলের গণ্ডি পার করেননি। কিন্তু আজ তিনিই IAS। কীভাবে সম্ভব হল এই অসাধ্য সাধন? IAS, IPS-দের স্যানসেটাইজেশন ওয়ার্কশপে গিয়ে নিজের জীবনের কথা তুলে ধরলেন সামা পারভিন।
জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে UPSC পরীক্ষার্থীদের প্রশিক্ষণের উদ্দেশ্যে চালু করা হয়েছে বিশেষ কর্মশালার। এই প্রশিক্ষণ দেওয়া হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর ইন্সটিটিউটের জলপাইগুড়ি শাখার মাধ্যমে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় জানানোর জন্য বুধবার একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়।
আরোও পড়ুন : একবার ফুল ট্যাঙ্ক করলেই ৮৫৩ কিমি ছুটবে এই গাড়ি! দাম মাত্র ৫.৩ লক্ষ টাকা, চমকে দেবে এটির ফিচার্স
জলপাইগুড়ি জেলা শাসক সামা পারভিন উদ্বোধন করেন এই ওয়ার্কশপের। এখানে এসে তিনি তাঁর নিজের জীবনের সংঘর্ষের কথা বলতে গিয়ে বলেন, গরিব পরিবারের সন্তান তিনি। তাঁর মা স্কুলে যাননি কখনো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তিনি শুরু করেন রেলে চাকরি করা। কিন্তু তাঁর মনের মধ্যে উচ্চশিক্ষার বীজ বপন হয়েছিল অনেক দিন ধরে।
চাকরি করার সাথে সাথেই ডিসটেন্স কোর্সের মাধ্যমে পড়াশোনা শুরু করেন সামা। এরপর UPSC পরীক্ষায় বসেন। বেশ কয়েকবার পরীক্ষা দেওয়ার পর আসে সফলতা। কর্মশালায় অংশ নেওয়া এক ছাত্রী বলেছেন, “আমাদের জন্য এই ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত এলাকার যেসব পড়ুয়াদের আর্থিক অবস্থা খারাপ, তাদের খুবই সাহায্য হবে।”
আরোও পড়ুন : ডাকাতদের সাথে মা কালীর কী সম্পর্ক? এই বাংলারই কয়েকটি মন্দিরকে ঘিরে আছে হাড়হিম করা ইতিহাস
জেলা শাসক সামা পারভিনের কথায়, “সরকারি নির্দেশে গত বছর ধরে এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এবছরও বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের।” বলা বাহুল্য, সামা পারভিনের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েছেন শয়ে শয়ে পড়ুয়া। নিজেদের নিয়েও আশাবাদী হয়েছেন বহুজন।
জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, “আগামী ১১ নভেম্বর একটি স্কিন টেস্ট নেওয়া হবে। এই টেস্টের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে স্টাডি সেন্টারে কাদের নেওয়া হবে। তার আগে মোরাল বুস্টিং ও স্কিনিং টেস্ট এর বিষয়ে অবগত করার জন্য আয়োজন করা হয়েছে এই কর্মশালার।”