এই দেশে অবতরণ করলেই ভারতীয়দের দিতে হয়ে ১ লক্ষের ট্যাক্স, কারণ জানলে হয়ে যাবেন “থ”

নেশন হান্ট ডেস্ক: আপনি যদি একজন ভারতীয় (Indian) হন এবং মধ্য আমেরিকার (Central America) দেশগুলিতে ভ্রমণের পরিকল্পনা করে এই দেশের মধ্যে দিয়ে আমেরিকা যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই আরও একবার ভেবে দেখতে হবে আপনাকে। কারণ, আমরা যে দেশটির বিষয়ে আপনাদের জানাবো সেটি একটি ছোট দেশ হলেও তারা এক সাহসী পদক্ষেপ নিয়েছে। মূলত, ওই দেশটি ভারত এবং আফ্রিকান দেশ থেকে আসা পর্যটকদের ওপর ট্যাক্স আরোপ করেছে।

এমতাবস্থায়, মধ্য আমেরিকার ওই দেশটির নাম হল এল সালভাদোর (El Salvador)। ওই দেশটিতে অবতরণ করলেই আফ্রিকা বা ভারত থেকে আসা যাত্রীদের কাছ থেকে ১,০০০ ডলার অর্থাৎ প্রায় ৮৩,০০০ টাকা ট্যাক্স নেওয়া হয়। জানা গিয়েছে, মধ্য আমেরিকার দেশ দিয়ে আমেরিকায় অভিবাসন বন্ধ করার জন্য এই প্রচেষ্টা। পাশাপাশি, ভারত সহ আফ্রিকার ৫৭ টি দেশের পাসপোর্টে ভ্রমণকারীদের জন্য এই নিয়ম লাগু রয়েছে।

Indians have to pay a tax of 1 lakh on landing in this country

এই প্রসঙ্গে এল সালভাদোরের পোর্ট অথরিটি গত ২০ অক্টোবর তাদের ওয়েবসাইটে একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, ভারত সহ ৫০-টিরও বেশি আফ্রিকান দেশের যেকোনো একটির পাসপোর্টে ভ্রমণকারীদের ১,০০০ ডলার ট্যাক্স দিতে হবে। এছাড়া, ভ্যাটের পরিমাণ আলাদাভাবে দিতে হবে। দেশটি জানিয়েছে, আফ্রিকান বা ভারতীয় যাত্রীদের কাছ থেকে তোলা অর্থ দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে ব্যবহার করা হবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিনে ভুলেও করবেন না এই ৫ টি কাজ! নাহলেই দেবী হবেন রুষ্ট, পড়বেন বড় বিপদে

এদিকে, ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বিপুল সংখ্যক মানুষ আমেরিকায় পাড়ি দিতে এল সালভাদোরেরের পথকেই বেছে নেয়। এই কারণেই এল সালভাদোর এটি রোধ করতে এই পদক্ষেপ নিয়েছে এবং ভারত সহ ৫০ টিরও বেশি আফ্রিকান দেশের ওপর বড় কর আরোপ করেছে। জানিয়ে রাখি যে, এল সালভাদোরের রাষ্ট্রপতি নাইব বুকেল চলতি সপ্তাহে মার্কিন সহকারী বিদেশ মন্ত্রী ব্রায়ান নিকোলসের সাথে দেখা করেছেন এবং অভিবাসন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। জানিয়ে রাখি যে, মার্কিন কাস্টমস এবং বর্ডার পেট্রোল সেপ্টেম্বরে শেষ হওয়া ২০২৩ অর্থবর্ষে দেশব্যাপী ৩.২ মিলিয়ন অভিবাসীর মুখোমুখি হয়েছিল।

আরও পড়ুন: বছরের শেষ চন্দ্রগ্রহণ এবার লক্ষ্মীপুজোতেই! রাজ্যের কোন কোন জায়গা এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে ?

রিপোর্টে বলা হয়েছে, আফ্রিকা ও অন্যান্য দেশ থেকে অনেক অভিবাসী মধ্য আমেরিকা হয়ে আমেরিকায় পৌঁছে যান। এমন পরিস্থিতিতে এই ৫০ টিরও বেশি দেশের পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি এল সালভাদোরে পৌঁছান, তাহলে তাঁকে ভ্যাট সহ মোট ১,১৩০ ডলার ট্যাক্স হিসেবে দিতে হবে। বিবৃতি অনুসারে, নতুন করের নিয়ম গত ২৩ অক্টোবর থেকে কার্যকর হয়েছে এবং দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ক্রমবর্ধমান ব্যবহারের কারণে এটি আরোপ করা হয়েছে।