পিক পরিস্কার করতেই কালঘাম ছুটছে রেলের, হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ! এবার ট্রেনে বন্ধ হচ্ছে গুটখাও

নেশনহান্ট ডেস্ক : পান, গুটখার নেশা আমাদের দেশে নতুন নয়। বিপুল জনসংখ্যার দেশে বহু মানুষ এই নেশায় আসক্ত। আমাদের দেশের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা যায়  পান-গুটখার পিক। এমনকি ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনে এই ছবি আমরা দেখতে অভ্যস্ত। ট্রেনে যাত্রা করার সময়ও অনেকে চিবোতে থাকেন পান, গুটখা।

indian railway 4

তারপর সেই বর্জ্য তারা ট্রেনে বা প্ল্যাটফর্মের মধ্যেই ফেলে দেন। পান-গুটখার পিক ফেলা আইনত নিষিদ্ধ আমাদের দেশে। কিন্তু সেই আইনের কজন তোয়াক্কা করেন? পান-গুটখার পিক ফেলার জন্য পুলিশের কাছে জরিমানা দিতে হয়েছে এমন খবরও পাওয়া যায় না। রেলের কামরা, বাথরুম গুটখা প্রেমীদের  কাছে যেন স্বর্গ রাজ্য।

আরোও পড়ুন : এবার বাজার মাত করবে কালো আলু! অবাক হচ্ছেন? গুণাগুণ শুনলে এক্কেবারে হাঁ হয়ে যাবেন

ট্রেন ও রেল স্টেশনের গায়ে পান, গুটখার পিক পরিষ্কার করার জন্য জানেন কত টাকা খরচ হয় রেলের? এই বিষয়ে পরিসংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতো। রেল জানাচ্ছে ট্রেন ও প্ল্যাটফর্মে পান, গুটখার পিক পরিষ্কার করতে বার্ষিক ১২০০ কোটি টাকা মতো খরচা হয় তাদের। এই খরচের কথা সামনে আসার পর অনেক সমাজমাধ্যম ব্যবহারকারী প্রতিবাদ জানিয়েছেন।

আরোও পড়ুন : প্রসাদ খেলে হয় ইচ্ছেপূরণ, মানত করা হয় সোনার টিপ দিয়ে! শুনুন, কৃষ্ণনগরের বুড়িমার মাহাত্ম্য

বহু মানুষ জনসচেতনতা গড়ে তোলার পক্ষে ডাক দিয়েছেন। অনেকেই বলছেন একদিকে যেমন এই জাতীয় জিনিসের ফলে বিপুল পরিমাণ খরচ হচ্ছে সরকারের, তেমনই নষ্ট হচ্ছে পরিবেশের সৌন্দর্য। সমাজমাধ্যম ব্যবহারকারীরা কঠোরভাবে আওয়াজ তুলেছেন দ্রুত ট্রেন ও স্টেশনে পান, গুটখা খাওয়া নিষিদ্ধ করার জন্য।

indian train

বিশ্বের বহু দেশে প্রকাশ্যে থুতু ফেললেও দিতে হয় মোটা জরিমানা। আমাদের দেশে সেইভাবে কঠোর ধরপাকড় হয় না প্রশাসনের পক্ষ থেকে। ফলে বহু ক্ষেত্রেই দেখা যায় যে নিত্যযাত্রীরা এই ধরনের কাজকর্ম করার পরেও পার পেয়ে যান। তবে রেলের এক কর্তা সম্প্রতি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে এক প্রস্থ আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।