ধূমপায়ীদের মাথায় বাজ! এবার ট্রেনে লুকিয়ে সিগারেট ধরালেই বিপদ, থেমে যাবে ‘নিজে থেকেই’

নেশনহান্ট ডেস্ক : ভারতীয় রেলকে দেশের পরিবহনের মেরুদন্ড বলা হয়। ব্রিটিশ আমলে যে রেলের গোড়াপত্তন হয়েছিল, সেই রেল নেটওয়ার্ক আজ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোণায়। স্থানীয় লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর গন্তব্যে পৌঁছানোর প্রধান হাতিয়ার এই ট্রেন ব্যবস্থা।

ভারতীয় রেলওয়ে (Indian Railways) প্রতিনিয়ত নিজেদেরকে আরও আপগ্রেড করার চেষ্টা করছে। তবে এমন কিছু নিয়ম প্রত্যেক যাত্রীকেও মানতে হয় যা আমাদের কর্তব্য। এগুলির মধ্যে অন্যতম হল ট্রেনের মধ্যে ধূমপান না করা। তবে এমন বহু যাত্রী রয়েছেন যারা লুকিয়ে ট্রেনের বাথরুমে ধূমপান করেন।

আরোও পড়ুন : সামনেই বিয়ে? অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি, নাহলেই জীবন হবে অন্ধকার, কি বলছে চাণক্য নীতি?

কিন্তু এবার থেকে লুকিয়ে বাথরুমে গিয়ে ধূমপান করলে স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে ট্রেন। পূর্ব রেলের পক্ষ থেকে ‘ভেসডা’ (ভেরি ইজিলি স্মোক ডিটেনশন অ্যাপারেটর) বসানো হয়েছে শিয়ালদা ডিভিশনের দূরপাল্লার ট্রেনে। ধোঁয়া পেলেই ট্রেন থামিয়ে দেবে এই ভেসডা। অনেক সময় দেখা যায় সিগারেটের আগুন থেকে ঘটে যাচ্ছে বড় ধরনের দুর্ঘটনা।

আরোও পড়ুন : ফের বাড়বে Jio-র প্ল্যানের খরচ? উৎসবের মরশুমেই গ্রাহকদেরকে বড় আপডেট দিল সংস্থা

তাই ট্রেনের মধ্যে ধূমপান রুখতে রেল মন্ত্রক অতিরিক্ত সতর্কতা গ্রহণ করছে। বাথরুমের পাশাপাশি বিশেষ অগ্নি নির্বাপন ব্যবস্থা চালু করা হয়েছে ট্রেনের অন্যত্র। আগুন লাগলেই স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থেমে যাওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে প্রত্যেকটি দূরপাল্লার ট্রেনে। এছাড়াও অন্য ব্যবস্থা থাকছে আগুন নেভানোর জন্য।

while travelling in india railway can we smoke cigarettes in train 98596367

এই ভেসডা যন্ত্র কেউ সিগারেট খেলে ধূমপায়ীকে ধরিয়ে দিতে সাহায্য করবে। প্রাথমিকভাবে সবাইকে আওয়াজ করে সতর্ক করবে যন্ত্রটি। তাতে যদি কাজ না হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে থামিয়ে দেবে ট্রেন। শিয়ালদার ডিআরএম দীপক নিগম জানান, যাত্রীদের অতিরিক্ত সুরক্ষা দিতে এই ব্যবস্থা করা হয়েছে। আশা করা হচ্ছে এই ব্যবস্থার ফলে আগুন লাগার ঘটনা অনেকটাই কমবে।