প্রতীক্ষার অবসান, শীঘ্রই আসছে বন্দে ভারত স্লিপার! চলবে বাংলার এই জনপ্রিয় রুটে

নেশনহান্ট ডেস্ক: একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে যাওয়ার জন্য ভারতে রেলপথ সবচেয়ে সহজ ও সস্তার মাধ্যম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ইতিমধ্যে দেশবাসীর মন কেড়েছে। এবার আরও এক চমক দিতে চলেছে ভারতীয় রেল। এখনও পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে কেবল চেয়ার কার রয়েছে।

এবার স্লিপার কোচ জুড়ছে এই ট্রেনে। রেলওয়ের একজন কর্মকর্তার মতে,আগামী বছরের মার্চের প্রথম দিকে এই দেশ তার প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন দেখতে পাবে। আইসিএফ-এর বিজি মাল্য বলেন, “বন্দে ভারত -এর স্লিপার কোচ বর্তমান আর্থিক বছরে চালু করা হবে যেখানে প্রথম ট্রেনটি উৎপাদনের অধীনে রয়েছে এবং ২০২৪ সালের মার্চ মাসে বন্দে ভারত স্লিপার চালু করা হবে।”

আরোও পড়ুন : আর নিতে হবে না OTT সাবক্রিপশন! মাত্র ৩৯৯ টাকায় ধামাকাদার অফার নিয়ে হাজির Airtel

বন্দে ভারত স্লিপার কোচ আনার মূল কারণ হল,  ভারতীয় রেল চাইছে আধা উচ্চ গতির ট্রেনের মাধ্যমে দূরের শহরগুলিকে যুক্ত করতে। এই ট্রেনটি তৈরি হলে, অনেক বেশি সহজ হয়ে যাবে কলকাতা থেকে ট্রেনের মাধ্যমে মুম্বই বা দিল্লি যাওয়া । কলকাতা-মুম্বই বন্দে ভারত স্লিপার ও কলকাতা-দিল্লি বন্দে ভারত স্লিপার শুরু হওয়ার জল্পনা চলছে।

অপরদিকে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের একটি ছোট সংস্করণ হল বন্দে ভারত মেট্রো। এর মাধ্যমে অল্প দূরত্বের শহরগুলোকে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে। ভারতীয় রেলের কর্মকর্তাদের মতে ১২ কোচের বন্দে ভারত মেট্রো ট্রেন ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে।