দুর্দান্ত খবর! প্রায় ২০০ স্পেশ্যাল ট্রেন শিয়ালদা-হাওড়া রুটে, পুজোর আবহে বড়সড় আপডেট রেলের

নেশনহান্ট ডেস্ক : এখন গোটা দেশ জুড়ে উৎসবের মরশুম চলছে। এই সময়টাতে ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। অনেকেই ছুটির সময় ঘুরতে বেরিয়ে পড়েন, আবার অনেকে কাজ থেকে ফেরেন বাড়ি। ফলে সবমিলিয়ে ট্রেনের উপর মানুষের ভরসা অনেকটাই বেড়ে যায় এই সময়টাতে। আমাদের দেশের অধিকাংশ মানুষ যাত্রার জন্য বেছে নেন ভারতীয় রেলকে।

রেলে যাতায়াত একদিকে যেমন সস্তার, অপরদিকে খুবই দ্রুত। এই সময়গুলোতে যাত্রী ভিড় সামলাতে নাস্তানাবুদ হতে হয় রেলকে। যাত্রীদের কথা মাথায় রেখে রেল তাই সিদ্ধান্ত নিয়েছে অতিরিক্ত কিছু ট্রেন চালানোর। দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজো ভাইফোঁটা শেষ হয়েছে। আগামী রবিবার ছট পুজো।

আরোও পড়ুন : ছিল ১০ হাজার টাকার দোকান, আজ ৩২ হাজার কোটির ব্যবসা! সারা ভারতে নামডাক কলকাতার এই ব্যবসায়ীর

হিন্দু সমাজে এই উৎসব নিয়ে বেশ মাতোয়ারা আছে। অনেকেই ছট পুজো উপলক্ষে কর্মস্থল থেকে ফিরে আসবেন নিজের বাড়ি। এদের অধিকাংশই যাত্রার জন্য বেছে নেবেন রেলকে। পূর্ব রেলের পক্ষ থেকে এই সময় উত্তর ও মধ্যভারতগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যাতায়াতে কিছুটা স্বস্তি মিলবে যাত্রীদের।

আরোও পড়ুন : আর মাত্র কিছুক্ষণ! দিঘার খুব কাছেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গে জারি বিশেষ সতর্কতা

পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে ছট পুজো উপলক্ষে হাওড়া (Howrah) ও শিয়ালদহ (Sealdah) রুট মিলিয়ে ১৮৫টি ট্রেন চালানো হবে। যাত্রী ভিড় সামাল দিতে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে হাওড়া, আসানসোল, মালদহ এবং ভাগলপুর থেকে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই বিষয়ে বিস্তারিত বলেছেন।

indian train
indian train

তিনি জানিয়েছেন, “টিকিটের চাহিদা বেড়ে যাওয়ার জন্য তা সামাল দেওয়ার চেষ্টা করছে রেল। নিজেদের ভ্রমণ নিশ্চিত করতে তাড়াতাড়ি টিকিট বুক করে নেওয়া ভালো। ছট পুজো উপলক্ষে একাধিক স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন স্টেশনে বৃদ্ধি করা হয়েছে রেল কর্মীর সংখ্যাও।”