এবার আরোও সহজেই পৌঁছে যান নর্থবেঙ্গলে! দুর্দান্ত খবর দিল রেল, জানলে আনন্দে লাফাবেন আপনিও

নেশনহান্ট ডেস্ক : ভারতের পরিবহন ব্যবস্থার মেরুদন্ড ভারতীয় রেল। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর যাতায়াতের অন্যতম সেরা মাধ্যম রেল ব্যবস্থা। ভারতীয় রেল আজ দেশের প্রতিটি কোণায় বিস্তার লাভ করেছে। যতদিন গেছে ততই ভারতীয় রেল নিজেদের ট্র্যাক ছড়িয়ে দিয়েছে গ্রাম থেকে মফস্বলে। এরই মধ্যে খবর আগামী বছরের শুরুতে ভারতীয় রেলের পক্ষ থেকে বড় উপহার পেতে চলেছে বাংলা।

img 20231125 150325

যাত্রীদের কথা মাথায় রেখে নতুন ট্রেন উপহার দিতে চলেছে সরকার। ভারতীয় রেলের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের জন্য বড় সুখবর উঠে আসছে। খুব শীঘ্রই দক্ষিণ দিনাজপুরের মানুষেরা রেলের পক্ষ থেকে এই উপহার পাবেন। নতুন বছরের শুরুতেই হয়ত নতুন ট্রেন উপহার পেতে চলেছেন দক্ষিণ দিনাজপুরের মানুষেরা।

আরোও পড়ুন : মাত্র ২ ঘন্টায় হাওড়া থেকে NJP! অবাক হচ্ছেন? দেখুন, দেশের প্রথম বুলেট ট্রেন চলবে কোন রুটে

রেলের পক্ষ থেকে ইতিমধ্যে সেই কাজ শুরুও হয়ে গেছে। রেলের পক্ষ থেকে সেই জায়গাও পরিদর্শন করা হয়েছে। সম্প্রতি বালুরঘাটে এসেছিলেন উত্তর-পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। তিনি পরিদর্শন করেছেন বালুরঘাট রেলস্টেশনের সিটিং ও সিলেকশন লাইন, স্টেশন করিডোর এবং অন্যান্য কাজ ।

আরোও পড়ুন : ISRO’র মিশনেই ভাগ্যবদল, চন্দ্রযান ৩ সফল হতেই ধনকুবের হয়ে গেলেন এই প্রৌঢ়! কাহিনী অবাক করবে

জেনারেল ম্যানেজার সম্প্রতি বালুরঘাট গিয়েছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। সেখানে বালুরঘাট স্টেশনের একাধিক কাজ পরিদর্শন করেন চেতন কুমার শ্রীবাস্তব। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বালুরঘাট স্টেশন থেকে  চারটি ট্রেন চলাচল শুরু করবে আগামী বছর।

এরমধ্যে একটি বালুরঘাট- শিয়ালদা লাইনে। বালুরঘাট থেকে সরাসরি শিয়ালদা স্টেশন পর্যন্ত নতুন ট্রেন চালু হতে পারে ফেব্রুয়ারির শেষে। চেতন কুমার আশ্বাস দিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যে সব কাজ সম্পন্ন হবে। বাকি লাইনের কাজ সম্পন্ন হলে অন্যান্য ট্রেনগুলিও চলাচল শুরু করবে। সব মিলিয়ে বলা যায়, দুর্দান্ত লাভ হবে যাত্রীদের।

img 20231125 150337

অন্যদিকে রেলের পক্ষ থেকে কাজ চলছে বালুরঘাট-হিলি লাইন সম্প্রসারণের। বেশ কয়েকটি সেতু রয়েছে এই সড়কে। চেতন কুমার বলেছেন, বাকি কাজ শুরু হবে খুব শীঘ্রই। অমৃত ভারত স্টেশনের অধীনে বালুরঘাট স্টেশনের কাজ চলছে। এই প্রকল্পের অধীনে এস্কেলেটর বসানো হবে বালুরঘাট স্টেশনে। এছাড়াও জোর দেওয়া হচ্ছে আধুনিকীকরণে।