সারাদিনই থিকথিকে ভিড়, ভারতের এই স্টেশন খালি থাকে না কখনও! মেলে গোটা দেশে যাওয়ার ট্রেন

নেশনহান্ট ডেস্ক: যে কোন জাতের মানুষ, খেতে আর ঘুরতে মোটামুটি সবাই ভালবাসে। তাই ভ্রমণের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ট্রেনই  বেশি পছন্দ করেন। কারণে ভারতে রেলে  ভ্রমণ যেমন সস্তা তেমনি  আরামদায়ক। এই কারণে, ভারতীয় রেলকে দেশের লাইফলাইনও বলা হয়।

আপনারা হয়তো এখনও পর্যন্ত অনেক রেলস্টেশনে গিয়েছেন এবং সেখান থেকে ট্রেনে উঠে নিজের গন্তব্যে পৌঁছেছেন? তবে আপনারা কি এখনও পর্যন্ত এমন কোনো রেল স্টেশন দেখেছেন যেখানে ২৪ ঘণ্টাই ট্রেন চলাচল করে? এমনকি দেশের এমন কোনও জায়গা নেই যেখানে যাওয়ার জন্য এই রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ে না ?

আরোও পড়ুন : দার্জিলিং ৪, দক্ষিণবঙ্গে ৭ ডিগ্রি, হাড়কাঁপানো শীতের শুরু বাংলায়! দেখুন, দুই বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এ এক আশ্চর্য কর রেল স্টেশন। আপনি দেশের যে প্রান্তেই যেতে চান না কেন, এখান থেকে ২৪ ঘণ্টা ট্রেন পাবেন। আর সেই স্টেশনের নাম হলো মথুরা রেল জংশন যেখান থেকে উত্তর ভার‍ত হোক বা দক্ষিণ ভারত, আপনি যে কোনও জায়গায় যাওয়ার জন্য ২৪ ঘণ্টা ট্রেন পেয়ে যাবেন।

আরোও পড়ুন : ঘরে এসেছে লক্ষ্মী! ফুল-বেলুনে ঢাকা অ্যাম্বুল্যান্স সাজিয়ে রাজকন্যাকে বরণ গর্বিত বাবা নাসিরুলের

এই জংশনটি উত্তর মধ্য রেলওয়ে স্টেশনের অধীনে আসে, যাকে দেশের বৃহত্তম রেলওয়ে জংশনও বলা হয়। আপনি মথুরা জংশন থেকে কাশ্মীর, কন্যাকুমারী  যাওয়ার জন্য যেমন  ট্রেন ধরতে পারবেন ,তেমনি  এখান থেকে উত্তরপ্রদেশ ও রাজস্থানের পাশাপাশি আরও অনেক রাজ্যের  ট্রেন চলাচল করে।

সময়ের সাথে সাথে ভারতীয় ট্রেনে যে  বিশাল    পরিবর্তিত এসেছে এটা তার একটা উদাহরণ। এই স্টেশনের মাধ্যমে বহু মানুষেরই উপকার হওয়ার জন্য চর্চার কেন্দ্রবিন্দুতেও উঠে এসেছে স্টেশনটি। ভারতীয় রেলে যেমন প্রতিদিন প্রায় ২.৫০ কোটি মানুষ ভ্রমণ করেন তেমনি প্রায়  ৩৩ লক্ষ টন পণ্য বহন করা হয়। যার ফলে আমাদের সমাজে অগ্রগতির চাকা ক্রমশাই  এগিয়ে চলেছে।