নেশনহান্ট ডেস্ক : কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। যারা ঘুরতে যেতে পছন্দ করেন, তাদের ডেস্টিনেশন লিস্টে একদম উপরের দিকে থাকে কাশ্মীরের নাম। বরফে ঢাকা পাহাড় থেকে মন মাতানো উপত্যকা, এই সবকিছু নিয়েই কাশ্মীর। আপনিও যদি কাশ্মীর ভ্রমণ করার প্ল্যান করে থাকেন তাহলে রয়েছে বড় সুখবর।
ট্রেনে করে যারা কাশ্মীর ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য এই খবরটি বিশেষ গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, শেষ হওয়ার পথে উধমপুর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের কাজ। দ্রুততার সাথে চলছে উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রোজেক্টের কাজ। ২৭২ কিলোমিটার দীর্ঘ ইউএসবিআরএল প্রকল্পের মধ্যে খুলে দেওয়া হয়েছে ১৬১ কিলোমিটার রেলপথ। সরকার খরচ করছে ২৮ হাজার কোটি টাকা।
আরোও পড়ুন : উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, এবার আসানসোল থেকে স্যাট করে শিলিগুড়ি! শুরু নয়া বাস পরিষেবা
কাটরা-বানিহাল সেকশনের ১১১ কিলোমিটারের কাজ ৯৫% শেষ। বাকি কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য রেল পথের সাথে কাশ্মীর যুক্ত হয়ে যাবে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে। এমনকি রেলের পরিকল্পনা রয়েছে জম্মু ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর।
বর্তমানে এই ট্রেন চলাচল করছে বারামুল্লা থেকে কাশ্মীরের বানিহাল এবং জম্মুর কাটরা পর্যন্ত। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গেলে দেশের অন্যান্য রেলপথের সাথে যুক্ত হয়ে যাবে কাশ্মীর। রেল ব্যবস্থার বিকাশ ঘটলে খুব সহজেই আপেল ও অন্যান্য কৃষি পণ্য সহজে কাশ্মীর থেকে পৌঁছে যাবে দেশের অন্যান্য প্রান্তে।