দুর্ভোগের দিন শেষ! বাংলার এই রুট নিয়ে প্রকাশ্যে এল দারুণ খবর, ইতিহাস সৃষ্টির পথে রেল

নেশনহান্ট ডেস্ক : ভারতের রেল ব্যবস্থা আজ গোটা দেশে বিস্তার লাভ করেছে। ভারতীয় রেল নেটওয়ার্ক গোটা বিশ্বের চতুর্থ বৃহত্তম। এছাড়াও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে এই ভারতেই। প্রত্যেকটি সাধারণ ভারতীয় যাত্রীর গন্তব্যে পৌঁছানোর প্রধান অবলম্বন হল রেল ব্যবস্থা। লোকাল হোক কিংবা দূরপাল্লার ট্রেন, ভারতীয় রেলের মতো সস্তার পরিবহন পৃথিবীতে খুব কম রয়েছে।

যে রেল ব্যবস্থার গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ আমলে, সেই রেল নেটওয়ার্ক আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি সীমান্তে। অত্যন্ত সুলভ মূল্যে ভারতীয় রেলের মাধ্যমে পাড়ি জমানো যায় কিলোমিটারের পর কিলোমিটার। একদিকে যেমন অত্যাধুনিক হাই স্পিড বন্দে ভারতে এক্সপ্রেস নামানো হয়েছে ট্র্যাকে, অন্যদিকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে নিয়ে আসা হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস।

আরোও পড়ুন : ১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৭ জেলা বিশেষ অ্যালার্ট IMD’র

ধীরে ধীরে ভারতীয় রেল নিজেদেরকে আরও উন্নত করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আরো উন্নত করা হচ্ছে রেললাইন। এমনকি একাধিক রেলপথ আরো সুবিস্তৃত করার কাজ চলছে।তবে সম্প্রতি সমাজ মাধ্যমে এমন একটি  ভিডিও ভাইরাল হয়েছে যা রীতিমত বাংলার মানুষের কাছে বড় প্রাপ্তি বলে মনে করা হচ্ছে। সম্প্রতি যে ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে মনে করা হচ্ছে সেটি হাওড়া-টিকিয়াপাড়ায় চতুর্থ লাইনের।

 

এই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে সম্ভবত প্রথমবারের মতো ট্রেন ছুটল হাওড়া-টিকিয়াপাড়ায় চতুর্থ লাইনে। দাবি করা হয়েছে এই ট্রেনটি ৮.৩০ আপ পাঁশকুড়া লোকাল। বহুদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল ট্রেন বেশ লেট করানো হচ্ছে টিকিয়াপাড়ায়। আশা করা হচ্ছে যদি চতুর্থ লাইনের পুরোপুরি পরিষেবা শুরু হয়ে যায়, তাহলে হাওড়া ঢোকার আগে আর টিকিয়াপাড়া দীর্ঘক্ষন ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হবে না।