দুর্দান্ত খবর রেলের! শিয়ালদার ৩টি লেডিস স্পেশালে আসছে AC কোচ; দেখুন ভাড়া, শুরুর দিনক্ষণ

নেশনহান্ট ডেস্ক : মুম্বাই শহরতলীর লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা রয়েছে। পূর্ব রেল কয়েকদিন আগেই জানিয়েছিল, শিয়ালদায় লোকাল ট্রেনে যুক্ত করা হবে প্রথম শ্রেণীর কামরা। জানা যাচ্ছিল পাইলট প্রকল্প হিসেবে প্রথম শ্রেণীর কামরা যুক্ত হবে শিয়ালদহ-রানাঘাট রুটের মাতৃভূমি লোকালে।

1700612475 train

পুজোর আগেই এই ট্রেন চালুর কথা থাকলেও রেল তড়িঘড়ি সেই পথে হাঁটেনি। উল্টে বর্তমানে রেল একটির বদলে শিয়ালদা ডিভিশনের তিনটি রুটে এই পরিষেবা চালু করতে চাইছে। সূত্রের খবর, ইতিমধ্যেই পূর্ব রেলের সদর দপ্তর থেকেও বিষয়টি নিয়ে ছাড়পত্র এসেছে। অন্যদিকে, যাত্রীদের আরো আকর্ষণ করতে কিছুটা কমানো হয়েছে প্রথম শ্রেণীর কামরার ভাড়া।

আরোও পড়ুন : পিক পরিস্কার করতেই কালঘাম ছুটছে রেলের, হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ! এবার ট্রেনে বন্ধ হচ্ছে গুটখাও

রেল সূত্রে খবর, লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা শিয়ালদহ-রানাঘাট ছাড়াও শিয়ালদহ-নৈহাটি এবং শিয়ালদহ থেকে ব্যারাকপুর রুটের মহিলাদের জন্য নির্দিষ্ট ট্রেনে যুক্ত করা হবে। তবে কবে থেকে লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরার পরিষেবা চালু হবে সেই বিষয়ে দিনক্ষণ জানা যায়নি এখনো। জানা যাচ্ছে হয়ত এই শীতেই পরিষেবা শুরু হয়ে যাবে।

আরোও পড়ুন : এবার বাজার মাত করবে কালো আলু! অবাক হচ্ছেন? গুণাগুণ শুনলে এক্কেবারে হাঁ হয়ে যাবেন

বর্তমানে ৬ জোড়া মাতৃভূমি লোকাল চলাচল করে শিয়ালদা ডিভিশনে। এগুলির মধ্যে প্রথম শ্রেণীর লোকাল কামরা যুক্ত করা হবে ৩১০০১ এবং ৩১০০২  শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩১২৩০ এবং ৩১২৩১ শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল এবং ৩১৪২৩ ও ৩১৪৩২ শিয়ালদহ-নৈহাটি লোকালে।

img 20231005 wa0051 1696501197744 1696501213302

শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ৭৪ কিলোমিটার রেল পথের বর্তমান ভাড়া ২০ টাকা। প্রথম শ্রেণীর কামরার ক্ষেত্রে সেই ভাড়া দাঁড়াবে ১১০ টাকা। সাধারণ কামরার লোকাল ট্রেনে এই রুটের মাসিক টিকিটের ভাড়া বর্তমানে ৩৫৫ টাকা, প্রথম শ্রেণীর কামরার ক্ষেত্রে মাসিক এই ভাড়া হবে ১২৭০ টাকা।