নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের অর্থনীতি (Indian Economy) প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলারের গন্ডি অতিক্রম করেছে। এর ফলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। শুধু তাই নয়, ভারতের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনের পথে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলকও বটে।
গভীর রাতে তৈরি হল নজির: GDP লাইভের পরিসংখ্যান অনুযায়ী, ভারত গত ১৮ নভেম্বর রাতে এই মাইলফলক অর্জন করেছে। ওইদিন রাত সাড়ে ১০ টায়, ভারতের GDP-র আকার প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। আর এর মাধ্যমে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। আপাতত চতুর্থ স্থানে থাকা জার্মানি এবং ভারতের GDP-র মধ্যে পার্থক্য খুবই কম।
বিশ্বের বৃহত্তম অর্থনীতি: উল্লেখ্য যে, বর্তমানে আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। আমেরিকার অর্থনীতির বর্তমান আকার ২৬.৭ ট্রিলিয়ন ডলার। এরপর ১৯.২৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ চিন। জাপান ৪.৩৯ ট্রিলিয়ন ডলারের GDP নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আর জার্মানি ৪.২৮ ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।
আরও পড়ুন: পিছিয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা? শুরু হল জোর জল্পনা, কি সিদ্ধান্ত নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ?
২০২৭ সালের মধ্যে লক্ষ্য ৫ ট্রিলিয়ন: ইতিমধ্যেই ভারত সরকার দেশকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে একটি ব্লু প্রিন্ট তৈরি করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি জানিয়েছিলেন যে, ২০২৭ সালের মধ্যে, জাপান এবং জার্মানিকে পেছনে ফেলে ভারত কেবল বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে না, পাশাপাশি, ভারতের GDP-র আকার ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও এমন অনুমান করেছে।
আরও পড়ুন: PPF স্কিমে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর সামনে আনল সরকার! এই তারিখেই হবেন লাভবান
গত বছর পেছনে ফেলেছে UK ও ফ্রান্সকে: গত বছরের শুরুতে, ভারত ব্রিটেন এবং ফ্রান্সকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল। আমরা যদি এখন ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার দেখি, তা অন্য যেকোনো বড় অর্থনীতির তুলনায় সর্বোচ্চ। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। এর আগে গত অর্থবর্ষে, ভারতের অর্থনীতি ৭.২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল।
ভারতের বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত: রিজার্ভ ব্যাঙ্কের অনুমান অনুযায়ী, চলতি অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার হতে চলেছে ৬.৫ শতাংশ। পাশাপাশি, ভারতের অর্থনীতি দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.৫ শতাংশ হারে, তৃতীয় ত্রৈমাসিকে ৬ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৫.৭ শতাংশ হারে বৃদ্ধি পেতে চলেছে। এদিকে, IMF অনুমান করেছে যে, ভারতের অর্থনীতি ২০২৩ এবং ২০২৪ সালে ৬.৩ শতাংশ হারে বৃদ্ধি পেতে চলেছে। এর মানে হল যে, ভারত আগামী দিনেও সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় থাকবে।