বিদেশের মাটিতে কোটি টাকার লটারি জয়! UAE’তে যেতেই কপাল খুলে গেল ভারতের এই গাড়ি চালকের

নেশনহান্ট ডেস্ক : মাঝেমধ্যেই আমরা খবরে দেখতে পাই যে লটারি যেতে কেউ কেউ রাতারাতি হয়ে গেছেন কোটিপতি। লটারিতে কোটি টাকা জেতা সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু বিদেশের মাটিতে গিয়ে লটারিতে কোটি টাকা জয় সত্যিই অবাক করে দেওয়ার মতো। বিদেশে লটারি কেটে এখন এক ভারতীয় গাড়িচালকের ভাগ্য গেছে খুলে।

লটারি সম্পর্কিত বিষয়ে যারা একটু খোঁজখবর রাখেন তারা জানবেন মাঝেমধ্যেই দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য লটারির আয়োজন করে সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates। সংযুক্ত আরবে এমনই Emirates Draw-এ সেই ভারতীয় জিতে নিলেন ১৫ মিলিয়ন দিরহাম। এই প্রবাসী ভারতীয় প্রথম Easy 6-এ অংশ নিয়ে জিতে নিলেন ১৫ মিলিয়ন দিরহাম।

আরোও পড়ুন : আগামী কয়েকদিন দাপুটে ব্যাটিং শীতের, হু হু করে কাঁপবে বঙ্গবাসী! দেখুন, কী বলছে হাওয়া অফিস

Easy 6 এ দুজন জয়লাভ করেছেন। একজন এই ভারতীয় গাড়িচালক ও আরেকজন ফিলিপিনো কফি শপ ম্যানেজার। ১৫ মিলিয়ন দিরহাম ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৩৩ কোটি টাকা। এমিরেটস ড্র’র ম্যানেজিং পার্টনার মোহাম্মদ বেহরুজিয়ান আলাওয়াদি বলেছেন, খুব খুশি হয়েছেন তিনি। এই লটারিতে আরো আকর্ষণীয় পুরস্কার পাওয়া যাবে ২০২৪ সালে।

 

আপনারা চাইলেও অংশ নিতে পারেন এতে। Mahzooz এ অংশ নেওয়ার জন্য আপনাদের ভিজিট করতে হবে www.mahzooz.ae-এই ওয়েবসাইটে। সেখানে একটি জলের বোতল কিনতে হবে ৩৫ দিরহাম দিয়ে।  ভাগ্য পরীক্ষা করার জন্য অনেকেই বিভিন্ন লটারি ও ড্র এ অংশগ্রহণ করেন। ভাগ্য বদলের পরীক্ষা করার জন্য আপনারাও একবার অংশ নিতে পারেন Mahzooz-এ।