ডিসেম্বর পড়তেই দাম বাড়ল LPG সিলিন্ডারের! চিন্তা বাড়ছে আমজনতার, কততে বিক্রি হবে কলকাতায় ?

নেশনহান্ট ডেস্ক: আজ থেকে শুরু হয়ে গেল ডিসেম্বর মাস। ডিসেম্বর মানেই বছরের শেষ মাস। নতুন বছরের অপেক্ষা শুরু। তবে ডিসেম্বরের শুরুতেই বড় ধাক্কা আমজনতার জন্য। মাসের প্রথম দিনই বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। গত মাসের মাঝামাঝি সময় কিছুটা হলেও দাম কমে রান্নার গ্যাসের।

কিন্তু নতুন মাস পড়ার সাথে সাথেই বৃদ্ধি পেল সেই দাম। নতুন দাম কার্যকর হয়েছে ১ লা ডিসেম্বর মধ্য রাত থেকেই। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতায় ২২.৫ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে প্রতিটি গ্যাস সিলিন্ডারের। অর্থাৎ আগামী দিনে যদি দামের হেরফের না হয়, তাহলে এই বর্ধিত দামেই গ্যাস সিলিন্ডার কিনতে হবে বছরের বাকি সময়টাতে।

আরোও পড়ুন : ঘূর্ণিঝড় ও নিম্নচাপের সাঁড়াশি আক্রমণ! রাতারাতি বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া, কী বলছে IMD?

ইন্ডিয়ান অয়েল এর পক্ষ থেকে জানানো হয়েছে, দাম বৃদ্ধি করা হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় আগে কিনতে হলে খরচ করতে হচ্ছিল ১,৮৮৫.৫ টাকা। তবে দাম বৃদ্ধির পর এখন ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াবে ১,৯০৮ টাকা। অর্থাৎ কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু বৃদ্ধি পেল ২২.৫ টাকা।

1688462171 gas

ইন্ডিয়ান অয়েল এর পক্ষ থেকে জানানো হয়েছে ১ লা ডিসেম্বর থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ১,৭৯৬.৫ টাকা, মুম্বইয়ে ১,৭৪৯ টাকা এবং চেন্নাইয়ে ১,৯৬৮.৫ টাকা হয়েছে। প্রসঙ্গত, গত ১লা নভেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও ১৬ ই নভেম্বর দাম কমে। কিন্তু নতুন মাস পড়ার সাথে সাথেই ফের একবার দাম বৃদ্ধি পেল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।