নেশনহান্ট ডেস্ক : অবশেষে মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর দিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারী বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বহু শিক্ষক-শিক্ষিকার মুখে ফুটবে হাসি। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী ৩১ ডিসেম্বর থেকে এই সুবিধা পাবেন কর্মচারীরা।
জানা যাচ্ছে এবার থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। এমনকি পরিশোধ করে দেওয়া হবে ডিআর ডিফারেন্স আইটেমের বকেয়া টাকাও। ১২৪ কোটি ৬৭ লাখ ২৩ হাজার টাকার ব্যবস্থা করা হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। মহার্ঘ ভাতা বা ডিএর সুবিধা পাওয়া যাবে বিহারের বিশ্ববিদ্যালয় এবং অনুমোদিত কলেজগুলিতে।
আরোও পড়ুন : ১৮ দিন ব্যাংক বন্ধ ডিসেম্বরে! আগেভাগেই জেনে নিন ছুটির তালিকা, নাহলেই বাড়বে বিপত্তি
প্রায় ১০ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীরা এর ফলে উপকৃত হবেন। শিক্ষা দপ্তর ইতিমধ্যেই এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ করতে চলেছে। বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের প্রদান করা হবে বকেয়া মহার্ঘ ভাতা ও ডিআর ডিফারেন্স। শিক্ষা দপ্তর যে রিপোর্ট পেয়েছে তার ভিত্তিতে তারা ব্যবস্থা করেছে ১২৪ কোটি ৬৭ লাখ ২৩ হাজার টাকার।
আরোও পড়ুন : মাত্র দেড় মাস, পাল্টে গেল ‘মিলি’র সময়! কোন ধারাবাহিকের স্লট কাড়ল অনুভব-খেয়ালির এই মেগা?
শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির কাছে গত বছর অক্টোবর মাসে বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ এবং ডিআর পার্থক্য গণনার হিসাব চাওয়া হয়। বিহার শিক্ষা বিভাগের এক কর্মকর্তা এই বিষয়ে জানিয়েছেন, উল্লেখযোগ্য হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের।
এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশ এবং জানুয়ারি ২০২৩ থেকে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ৩৪ শতাংশ থেকে ৪২ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা ও ডিআর মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।