নেশনহান্ট ডেস্ক : প্রত্যেক যুবক-যুবতীর স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠিত করা। পড়াশোনা শেষ করার পর সবাই আজকাল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে দেয়। অধিকাংশ তরুণ-তরুণীদের লক্ষ্য থাকে সরকারি চাকরির। যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে সরকারি চাকরি পাওয়া রীতিমতো দুঃসহ ব্যাপার হয়ে উঠেছে।
একটি পদের জন্য দেখা যায় শতাধিক বা হাজারের উপর মানুষ আবেদন করেছেন। তবে এবার সরকার বেশ কিছু শূন্য পদে নিয়োগ করতে চলেছে। রাজ্য সরকারের তরফে সম্প্রতি ৩৯০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারের এই বিজ্ঞপ্তির পর বহু বেকার যুবক যুবতীর মুখে ফুটেছে হাসি।
আরোও পড়ুন : মাসের প্রথম দিনেই সামনে এল বড় খবর! লাফিয়ে দাম কমল সোনা-রুপোর, জেনে নিন সর্বশেষ দর
একাধিক পদে এই নিয়োগগুলি করা হবে বলে জানা গেছে। সরকারি তরফে জানা গেছে মূলত নদীয়া জেলার জন্য তৈরি হয়েছে এই শূন্য পদ। ৩৯০ টি শূন্য পদে নিয়োগ করবে “নদীয়া জেলার স্বাস্থ্য ও রোগী কল্যাণ সমিতি।” নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নদীয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে।
আরোও পড়ুন : দরকার নেই বেশি খাটনির, পুঁজিও লাগবে খুব কম! দুর্দান্ত এই পাঁচ ব্যবসাতেই হয়ে যাবেন মালামাল
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগগুলি হবে জাতীয় স্বাস্থ্য মিশন এবং জাতীয় আয়ুশ মিশনের জন্য। বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক এপিডেমিওলজিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, মেডিকেল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।
এছাড়াও, স্পেশালিস্ট মেডিকেল অফিসার যেমন মেডিসিন, পেডিয়াট্রিক্স, জিঅ্যান্ডও, চক্ষু বিশেষজ্ঞ, পরামর্শক, ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার, সমাজকর্মী এবং সহকারী, GNM-HCP, TBHV, সিনিয়র মেডিকেল অফিসার, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, মাল্টি রিহ্যাবিলিটেশন কর্মী, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কমিউনিটি নার্স, যোগ প্রশিক্ষক, মাল্টিটাস্কিং স্টাফ, অ্যাকাউন্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য শূন্যপদ আছে।
৪০ থেকে ৬২ বছর বয়সী প্রার্থীরা এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যোগ্যতা ভিন্ন। আগামী ৬ নভেম্বর আবেদন জানানোর শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিবরণের জন্য আপনারা ভিজিট করতে পারেন নদীয়া জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট।