নেশনহান্ট ডেস্ক : দিঘা মানেই দুদিনের ছুটি কাটানোর এক নিশ্চিন্ত আশ্রয়। ভ্রমণ প্রিয় বাঙালির কাছে দিঘা সব সময় থাকে লিস্টের উপরে। শীত-গ্রীষ্ম-বর্ষা, সব ঋতুতেই দিঘায় পর্যটকদের ঢল চোখে পড়ার মতো। হঠাৎ করে পেয়ে যাওয়া ছুটি হোক কিংবা উইকেন্ড, বছরের যে কোনো সময়ে বাঙালির ভ্রমণ মানে দিঘা।
সুবিশাল সমুদ্রের জলরাশি যেন সারা বছর আমাদের হাতছানি দিয়ে ডাকে। অপরদিকে এখন চলছে শীতকাল। মিঠে রোদ গায়ে মেখে এই সময়টাতে কোথাও ঘুরতে বেরিয়ে পড়ার আনন্দই আলাদা। আপনিও কি এই শীতে দিঘা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? ২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগে সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা করা হল।
আরোও পড়ুন: মনে মনে আজও ‘স্বামী’ মানেন এই অভিনেতাকেই!উত্তম কুমার নন, কে তাহলে সাবিত্রীর মনের মানুষ ?
আপনি যদি এর মধ্যে দিঘা যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ুন। প্রশাসনের তরফ থেকে নেওয়া এই নতুন উদ্যোগ আপনার জেনে রাখা অবশ্যই উচিত। দিঘা শংকরপুর উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন বছর শুরুর আগে নেওয়া হল বড় পরিকল্পনা।
আরোও পড়ুন : বড় সুখবর দিল সরকার! ফের একবার রাজ্যের তরফে মিলবে টাকা, জেনে নিন কীভাবে?
দিঘা শংকরপুর ডেভেলপমেন্ট বোর্ড দিঘাকে হকারমুক্ত করতে চাইছে। হকারদের কারণে পর্যটকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় পর্যটকেরা বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারেন না হকারদের ভিড়ের কারণে। তাই বড় দিনের আগেই প্রশাসন চাইছে দিঘাকে হকারমুক্ত করার। প্রশাসনিক কর্তারা এই বিষয়ে একটি বৈঠক করেন গত বৃহস্পতিবার।
সেই বৈঠকে নেওয়া হয় একাধিক সিদ্ধান্ত। স্টলের জন্য যে হকাররা আবেদন করেছিলেন তাদের ছাড়া বাকিদের সরে যেতে বলা হয়েছে। হকারদের সরে যাওয়ার জন্য ইতিমধ্যেই শুরু করা হয়েছে মাইকিং। মেশিনের সাহায্যে এখনই হকার উচ্ছেদ করতে চায় না প্রশাসন। তাই বড়দিনের আগেই হকারদের সরে যেতে বলা হয়েছে।