হু হু করে নামবে ইলেকট্রিক বিল! শুধু বদলে ফেলুন এই ছোট্ট ২ জিনিস, ব্যস কেল্লাফতে

নেশনহান্ট ডেস্ক : বিদ্যুতের বিল আমাদের কমবেশি সকলেরই মাথা ব্যথার অন্যতম কারণ। যে হারে প্রতিনিয়ত বিদ্যুতের ইউনিটের দাম বাড়ছে তাতে আমাদের প্রতি মাসে বিদ্যুৎ খরচ জোগাড় করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠছে। আমাদের আয়ের  একটা বড় অংশ প্রতি মাসে চলে যায় বিদ্যুতের বিল মেটাতেই।

তবে অনেক সময় আমাদের অবহেলা ও উপস্থিত বুদ্ধির অভাবেই বৃদ্ধি পেতে পারে বিদ্যুতের বিল। অনেক সময় ছোট কোনও বদল বাঁচাতে পারে বড় পরিমাণ বিদ্যুৎ খরচ। কিন্তু অধিকাংশ সময় আমরা এই বিষয়গুলিতে গুরুত্ব দিই না। সামান্য একটু বুদ্ধি খাটালেই অর্ধেক হয়ে যেতে পারে মাসিক বিদ্যুৎ বিল।

আরোও পড়ুন : হলমার্কিংও হতে পারে ভুয়ো! প্রতারণা এড়াতে গয়না কেনার আগে এইভাবে চিনে নিন আসল ও নকল হলমার্ক

অনেকেই হয়ত জানেন না বাড়িতে যে পুরনো বিদ্যুতের বাল্ব ব্যবহার করা হয় সেগুলি বিদ্যুৎ খরচ অনেকটাই বাড়িয়ে দেয়। বিদ্যুৎ বিলের হাত থেকে বাঁচতে আজই এই ধরনের বাল্ব সরিয়ে ফেলুন। এর পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন এলইডি বাল্ব। এলইডি বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হয়ে যাবে।

আরোও পড়ুন : রাতারাতি কালী হয়ে গেছিলেন জগন্নাথ! নিজেই খসিয়ে ফেলেছিলেন নিজের হাত, কিন্তু কেন ?

শীতের মরশুমে অনেকেই হিটার ব্যবহার করে থাকেন। তবে অতিরিক্ত ক্ষমতার হিটার বিদ্যুৎ বিলের বৃদ্ধির অন্যতম কারণ। পুরনো ও অতিরিক্ত ক্ষমতার হিটার বেশি বিদ্যুৎ খরচ করে। যদি আপনার বাড়িতে এই ধরনের হিটার থাকে তাহলে আজই তা খুলে ফেলুন। ওয়াটার হিটারের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন ব্লোয়ার।

electioc metter1 1689604080.jpg

জল গরম করার জন্য এখনো বহু বাড়িতে ব্যবহার করা হয় হিটিং রড বা পুরনো ধাঁচের গিজার। চট করে এগুলির সাহায্যে জল গরম করে নেওয়া যায় ঠিকই কিন্তু এই যন্ত্রগুলি বিদ্যুৎ বিল অনেকটাই বাড়িয়ে দেয়। ফলে, শীতের মরশুমে এই ধরনের যন্ত্রপাতিগুলো নিয়ে একটু বাড়তি সচেতনার প্রয়োজন আছে সবারই।