একের পর এক ছুটি! শেষ হচ্ছে না ভাইফোঁটার পরেও, দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের লম্বা হলিডে লিস্ট

নেশনহান্ট ডেস্ক : রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি যেন শেষ হচ্ছে না। পুজো উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীরা অক্টোবর মাসে একাধিক ছুটি পেয়েছেন। চতুর্থীর দিন থেকে ছিল দুর্গাপুজোর ছুটি। দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর পর এখন চলছে কালীপুজোর ছুটি। আবার সামনেই অপেক্ষা করে রয়েছে আরও ছুটি।

রাজ্যের সরকারি কর্মচারীরা ফের একবার পেতে চলেছেন লম্বা ছুটি। ছুটির তালিকা প্রকাশ আসার পরই মুখে হাসি ফুটেছে কর্মচারীদের মুখে। ভাইফোঁটার ছুটির আমেজ কাটার আগেই দুদিন ছুটি পাবেন কর্মচারীরা। চলতি বছর সামান্য পরিবর্তন এসেছে ছট পুজোর ছুটিতে। ১৯ নভেম্বর, রবিবার ছটপুজো।

আরোও পড়ুন : ৭০ কিমি বেগে বইবে ঝড়, সঙ্গে প্রবল বৃষ্টি! শক্তি বাড়িয়ে ভয় ধরাতে ‘রেডি’ নিম্নচাপ! সাইক্লোন কি ?

রবিবার থাকায় ওই দিনের ছুটিটি  পরের দিন অর্থাৎ সোমবার দেওয়া হয়েছে। অর্থাৎ পরপর দুদিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ছট পুজো উপলক্ষে নবান্ন একদিনের অধিক ছুটি ঘোষণা করেছে। এই ছুটির খবর ছড়িয়ে পড়তেই আনন্দে আত্মহারা কর্মচারীরা। এতদিন পর্যন্ত যারা ছট পুজো পালন করতেন তারাই পেতেন ছট পুজোর ছুটি।

আরোও পড়ুন : জেলেই জমল বালু-পার্থর গপ্পো! জ্যোতিপ্রিয়কে দেখেই ‘গুরুত্বপূর্ণ’ পরামর্শ প্রাক্তন শিক্ষামন্ত্রীর, যা বললেন…

কিন্তু এখন সব সরকারি কর্মচারীরাই ছট পুজো উপলক্ষে ছুটি পেয়ে থাকেন। এই আবহে আগামী বছর পুজোর ছুটির তালিকা প্রকাশ্যে এসেছে। আগামী বছর পুজোর ছুটি চতুর্থীর দিন থেকে। তবে চতুর্থীর আগে পড়েছে শনি ও রবিবার। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর ছুটি শুরু হয়ে যাবে দ্বিতীয়ার দিন থেকেই।

Long list of holidays for government employees even after Puja

লক্ষ্মী পূজার পর অতিরিক্ত দুদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এই দিনগুলো হল ১৭ ও ১৮ অক্টোবর। অর্থাৎ পুজো উপলক্ষে আগামী বছরও রাজ্য সরকারি কর্মচারীরা পেতে চলেছেন লম্বা ছুটি। ইতিমধ্যেই লম্বা ছুটির খবর প্রকাশ্যে আসায় আমজনতা ভীষণ ভাবেই খুশী।