PPF স্কিমে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর সামনে আনল সরকার! এই তারিখেই হবেন লাভবান

নেশন হান্ট ডেস্ক: ৫ তারিখ….এই তারিখটি আর পাঁচটা তারিখের মতোই প্রতি মাসে আসে এবং এটি বেশ সাধারণ একটি ব্যাপার। কিন্তু যাঁরা PPF (Public Provident Fund)-এ অ্যাকাউন্ট খুলেছেন তাঁদের জন্য এই তারিখটি খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন উঠতে পারে যে, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সাথে এই তারিখের সংযোগ কোথায়? আসলে প্রতি মাসের ৫ তারিখকে মাথায় রেখে টাকা বিনিয়োগ করলে বেশি সুবিধা মিলবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য যে, PPF স্কিমে, সুদের হার মাসিক ভিত্তিতে গণনা করা হয়। পাশাপাশি, সুদের পরিমাণ প্ৰতিটি অর্থবর্ষের শেষে জমা হয়। এমতাবস্থায়, আপনার PPF অ্যাকাউন্টে আপনি কত সুদ পাবেন এই গণনায় ৫ তারিখ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

The government has brought big news for investors in PPF scheme

৫ তারিখের আগে বেশি সুদ পাবেন: প্রতি মাসের ৫ তারিখ অথবা মাসের শেষ তারিখের (৩০ বা ৩১ তারিখ) মধ্যে আপনার PPF অ্যাকাউন্টের সর্বনিম্ন ব্যালেন্সের ওপর সুদ প্রদান করা হয়। এই কারণে, আপনার ৫ তারিখের আগে অর্থ জমা করা উচিত, যাতে আপনি বেশি সুদ পাবেন।

আরও পড়ুন: উত্তরবঙ্গকেও দেবে টেক্কা! কলকাতার কিছু দূরেই পেয়ে যান পাহাড়-ঝর্ণা-জঙ্গল, স্বল্প খরচে কাটান ছুটি

কত সুদ পাচ্ছেন: PPF-এ ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। মাসের ৫ তারিখ থেকে মাসের শেষ তারিখের মধ্যে যত ন্যূনতম ব্যালেন্স থাকে, তার ওপর সুদ যোগ করা হয়। ৫ তারিখের পরে আপনি যে টাকা জমা করবেন না কেন, আপনি তার ওপর পরের মাস থেকে সুদ পাবেন।

আরও পড়ুন: Jio-Airtel-এর দিন এবার শেষ! সবথেকে সস্তায় প্ল্যান এনে বাজিমাত BSNL-এর

এইভাবে বুঝে নিন: আপনি যদি ৫ এপ্রিল বা তার আগে PPF স্কিমে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আপনি ৭.১ শতাংশ হারে মোট ১০,৬৫০ টাকা সুদ পাবেন। এদিকে, আপনি যদি এই টাকা ৬ এপ্রিল বা তার পরে জমা করেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ১১ মাসের জন্য সুদ পাবেন। অর্থাৎ, সুদ হিসেবে পাবেন ৯,৭৬৩ টাকা। অর্থাৎ, আপনি প্রায় ৮৮৭ টাকা কম সুদ পাবেন।