নেশন হান্ট ডেস্ক: DA (Dearness Allowance) বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনের পথে হাঁটছেন শিক্ষকরা। পাশাপাশি, এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছেন তাঁরা। যদিও, এখনও পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে তেমন কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ঠিক এই আবহেই বাংলার পড়শি রাজ্য বিহারের (Bihar) শিক্ষকদের জন্য বড় ঘোষণা করলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।
মূলত, তিনি জানিয়েছেন যে, এবার থেকে সরকারি শিক্ষকদের স্কুলের পাশেই থাকার জায়গা দেওয়া দেওয়া হবে সরকারের তরফে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই রাজ্যের পাঁচ লক্ষ শিক্ষক এই সুবিধা পাবেন বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, শিক্ষকদের যাতায়তের ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেই কারণেই এহেন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।
তবে, এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শিক্ষকদের জন্য বাড়ির প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও তাঁদের DA বৃদ্ধি করেনি সরকার। উল্লেখ্য যে, গত এপ্রিল মাসে ওই রাজ্যে সরকারি শিক্ষকদের DA ৪ শতাংশ বাড়ানো হয়। যার ফলে তাঁদের প্রাপ্য DA-র পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশ। অর্থাৎ, সেই সময়ের পরিপ্রেক্ষিতে DA-র হার কেন্দ্রীয় হারের সমতুল্য ছিল।
আরও পড়ুন: ১৭ বছরেই পান ৩০০ কোটির কোম্পানির দায়িত্ব, আজ পৌঁছেছে ৮,০০০ কোটিতে! চমকে দেবে এই সফলতার কাহিনী
যদিও, সম্প্রতি উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকার ফের ৪ শতাংশ DA বাড়িয়েছে। যার জেরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA-র পরিমাণ বেড়ে হয়েছে ৪৬ শতাংশ। তবে, এখনও পর্যন্ত বিহার সরকার নতুন করে আর DA বৃদ্ধির পথে হাঁটেনি। পাশাপাশি, বিহারে গত এপ্রিল মাসেই শিক্ষকদের জন্য নয়া পে স্কেলের ঘোষণা করা হয়।
আরও পড়ুন: একের পর এক চমক! ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণের পরেই ফের বড় সুখবর পেল Tata
তবে, সেই পে স্কেল এবং নয়া নিয়মের জেরে অসন্তোষ প্রকাশ করেছিলেন শিক্ষকরা। এমতাবস্থায়, তাঁদের স্পষ্ট বক্তব্য ছিল যে, ২০০৬ সাল থেকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বদল করেছে সরকার। তারপর থেকেই শিক্ষকদের পদোন্নতি হয়নি। এমনকি, নয়া নিয়মেও এর কোনো উল্লেখ নেই বলে জানানো হয়। এদিকে, এরই মধ্যে বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সম্প্রতি ১.২ লক্ষ শিক্ষক নিয়োগ করা হয়। তাঁদের জন্যও নতুন পে স্কেল কার্যকর করা হয়েছে।
এমন পরিস্থিতিতে অভিযোগ উঠছে যে, বর্তমানে যে ৪ লক্ষ সরকারি শিক্ষক পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে নিযুক্ত হয়েছেন, তাঁদের থেকে অনেকটা বেশি বেতন মিলবে বিপিএসসি-র মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষকদের। এদিকে, পুরনো পে স্কেলের যে সুপারিশ করা হয়েছিল, সেক্ষেত্রে কম বেতন পাবেন বিপিএসসি-র মাধ্যমে নিযুক্ত শিক্ষকরা। জানিয়ে রাখি যে, বর্তমানে বিহারে ৬০ হাজার সরকারি স্কুলের শিক্ষক পুরনো পে স্কেলের সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছেন। যদিও, ওই ক্যাডারে গত ২০০৬ সাল থেকে নতুন করে আর শিক্ষক নিয়োগ করা হচ্ছে না।