ফ্রি ফ্রি ফ্রি! বিনামূল্যে রেশন আরোও পাঁচ বছর, নয়া চমক কেন্দ্রের; সোনায় সোহাগা আমজনতার

নেশনহান্ট ডেস্ক : সামনেই লোকসভা ভোট। তার আগেই ফের একবার বড় চমক দিল মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় রীতিমতো উচ্ছ্বসিত সাধারণ মানুষ। অনেকেই কল্পনাও করতে পারছেন না যে সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রভাব পড়তে চলেছে কোটি কোটি সাধারণ মানুষের উপর।

২০২০ সালে গোটা বিশ্বজুড়ে থাবা বসায় করোনা মহামারী। এই মহামারীর প্রভাব পৌঁছেছিল ভারতেও। লকডাউনের ফলে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। একাধিক বিধি নিষেধের ফলে চরম সমস্যায় পড়েন খেটে খাওয়া মানুষ। এই সময়টাতে বহু মানুষের মনে দুবেলার খাদ্য চিন্তা প্রকট হয়ে ওঠে। দরিদ্র মানুষদের পক্ষে একটু ভাতের সংস্থান করা দায় হয়ে ওঠে।

আরোও পড়ুন : কোথায় শীত, এবার খেল দেখাবে ঘূর্ণিঝড়! বিপর্যয়ের ইঙ্গিত বাংলায়, হাই অ্যালার্ট জারি আবহাওয়া দপ্তরের

এই পরিস্থিতি সামাল দেবার জন্য বড় উদ্যোগ নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। বিনামূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে সরকার গরিব মানুষদের মুখে তুলে দেয় অন্ন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (Pradhan Mantri Garib Kalyan Yojana) আওতায় সেই সময় থেকেই দেশের 80 কোটি মানুষকে দেওয়া হচ্ছে বিনামূল্যের রেশন।

আরোও পড়ুন : কপাল চাপড়াচ্ছেন পাহাড়প্রেমীরা! দার্জিলিং গেলেই এবার বাড়তি খরচ, রোজ দিতে হবে কাঁড়ি কাঁড়ি টাকা

এবার যখন অবস্থা অনেকটা ভালো হয়েছে তখন অনেকেই ভাবছিলেন যে হয়ত বিনামূল্যে রেশন ব্যবস্থা বন্ধ করে দেবে সরকার। কিন্তু সবাইকে চমকে দিয়ে আরো পাঁচ বছর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে পিএমজিকেএওয়াই প্রকল্পের। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ration

এই প্রকল্পের ফলে সরকারের খরচ হবে ১১.৮০ লক্ষ কোটি টাকা। বুধবার এই খবর জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সাধারণ মানুষের কথা চিন্তা করে ও দেশের সর্বস্তরের মানুষের খাদ্য সুনিশ্চিত করতে আগামী পাঁচ বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএমজিকেএওয়াই প্রকল্পের।