ভোলা যাবে না বৌয়ের জন্মদিন, নাহলেই হয়ে যাবে পাঁচ বছরের জেল! এই দেশেই চলে এই নিয়ম

নেশনহান্ট ডেস্ক : সমাজ মাধ্যমে আমরা বিভিন্ন মিম দেখতে পাই যেখানে দেখানো হয় স্বামী স্ত্রীদের জন্মদিন ভুলে গেছেন। তবে এই অভিযোগটি শুধুমাত্র মিম বা সমাজ মাধ্যমেই সীমাবদ্ধ নয়। অনেক স্ত্রীদেরই অভিযোগ যে তাদের স্বামীরা ভুলে যান জন্মদিন। স্ত্রী এর জন্মদিন মনে না থাকার কারণে ব্যাপকভাবে বিপাকে পড়েন স্বামীরাও।

জন্মদিন ভুলে গেলে অনেক সময় সৃষ্টি হয় অশান্তির। কিন্তু জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে স্ত্রী এর জন্মদিন ভুলে যাওয়া আইনত অপরাধ? এই অপরাধ করলে স্বামীর জেল পর্যন্ত হতে পারে। এবার নিশ্চয়ই ভাবছেন কোথায় রয়েছে এই আইন? অদ্ভুত এই আইন প্রচলিত রয়েছে ওশানিয়ার সামোয়া দেশে।

আরোও পড়ুন : ভুলে যান ৫০০ টাকা, এবার একলাফে বাড়বে অনেক! লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া আপডেট মুখ্যমন্ত্রীর

বিয়ের পর প্রথম বছর যদি স্বামী তার স্ত্রীর জন্মদিন ভুলে যান তাহলে প্রথমে তাকে সতর্ক করা হয়। তবে দ্বিতীয়বার জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল কিংবা মোটা টাকা জরিমানা হতে পারে। সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীদের পাঁচ বছর হাজতবাস করতে হতে পারে। এই আইন দেশের সর্বত্র বলবত করার জন্য রয়েছে পুলিশের আলাদা বিভাগ।

1699321825 driver arrested

পুলিশের সেই বিভাগে যদি অভিযোগ জমা পড়ে তাহলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকি এই আইন সম্পর্কে স্ত্রীদের সচেতন করানোর জন্য দেশজুড়ে চালানো হয় বিশেষ প্রচার। অবশ্য বর্তমানে এতো ভয় পাওয়ার দরকার নেই। কারণ স্বামীর ভুল শোধরানোর জন্যও আইনি ব্যবস্থা করা হয়েছে দেশটিতে।