অবশেষে খোঁজ মিলল এলিয়েনের! আবিষ্কারের পর বড় দাবি বিজ্ঞানীদের, জানলে হয়ে যাবেন “থ”

নেশন হান্ট ডেস্ক: এলিয়েনের (Alien) অস্তিত্ব আদৌ আছে কি না এই প্রশ্নের উত্তর খুঁজতেই বছরের পর বছর ধরে গবেষণায় লিপ্ত রয়েছেন বিজ্ঞানীরা (Scientists)। তবে, সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা এলিয়েনদের উপস্থিতি নিয়ে বড় তথ্য জানিয়েছেন। বিজ্ঞানীরা সবসময় বিশ্বাস করে এসেছেন যে মহাকাশে এমন কিছু গ্রহ থাকতে পারে যেখানে এলিয়েনদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে, এবার বড়সড় তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা।

শুধু তাই নয়, বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের বিষয়ে জানিয়েছেন যে, ইউরেনাস গ্রহে ইনফ্রারেড নর্দান লাইট অর্থাৎ অরোরা দেখা গেছে। যা এলিয়েনের সম্ভাব্য অস্তিত্বের বিষয়ে বড় প্রমাণ দিতে পারে। এছাড়াও, এই আবিষ্কারটি গবেষকদের এটাও খুঁজে বের করতে সাহায্য করবে যে পৃথিবী ছাড়া অন্য এমন কোনো গ্রহ আছে কি না যেখানে প্রাণ ধারণ করা যায়।

Finally the alien was found

এই আবিষ্কারটি লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের এমা থমাস প্রকাশ করেছেন। তিনি এই গবেষণার প্রধান লেখিকাও। তিনি বলেন, “ইউরেনাসের তাপমাত্রা মডেল অনুমানের চেয়ে কয়েকশো ডিগ্রি কেলভিন/সেলসিয়াস বেশি। এটি আমাদের সামনে একটি বড় প্রশ্ন যে কিভাবে এই গ্রহটি প্রত্যাশার চেয়ে বেশি গরম হতে পারে?”

আরও পড়ুন: ১৯৩ বছরের ইতিহাসে প্রথম! কলকাতার এই স্কুলের ক্লাসরুমে পড়বে ছাত্রীরাও, নেওয়া হল বড় সিদ্ধান্ত

ডেইলি স্টারের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ইউরেনাসের অরোরা বিশ্লেষণ করে আমরা এর বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্রকে স্টাডি করার পাশাপাশি নতুন জীবনের বসতি সম্পর্কে গবেষণা করতে পারি। তিনি বলেন, “বরফের দৈত্যাকার অরোরা সম্পর্কে আমাদের জ্ঞান বিস্তৃত হবে এবং আমাদের সৌরজগত, এক্সোপ্ল্যানেট এমনকি আমাদের নিজস্ব সৌরজগতের গ্রহগুলির চৌম্বকীয় ক্ষেত্র সম্পর্কে আমাদের জ্ঞান আরও বাড়বে।”

আরও পড়ুন: সহজেই হবে বিদেশ ভ্রমণ, পশ্চিমবঙ্গের এই স্টেশন থেকে যাওয়া যাবে ভুটান! বড় পদক্ষেপ রেলের

ইউরেনাসের উপগ্রহের গভীর সমুদ্রে লুকিয়ে আছে এলিয়েন: উল্লেখ্য যে, বিজ্ঞানীরা এই বছরের শুরুতে বলেছিলেন, ইউরেনাসকে প্রদক্ষিণ করা ২৭ টি উপগ্রহের মধ্যে দু’টি উপগ্রহের পৃষ্ঠের নিচে সক্রিয় মহাসাগরের সম্ভাবনা রয়েছে। ওই মহাসাগরে অবাক করা সব জিনিস আবিষ্কৃত হয়েছে। তার মানে সেখানে এলিয়েন থাকার সম্ভাবনা আছে। যদিও, প্রধান বিজ্ঞানী মিশেল ডগার্টি দাবি করেছেন যে, বৃহস্পতির শীতল উপগ্রহগুলির মধ্যে একটিতে প্রাণের সম্ভাবনা রয়েছে।