আবারও দুয়ারে সরকার শুরু! নতুন কি কি প্রকল্প থাকছে এবার? দেখে নিন নয়া কর্মসূচি

নেশনহান্ট ডেস্ক: ফের একবার দুয়ারে সরকার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ একাধিক পরিষেবা পেয়ে থাকেন। বিভিন্ন সরকারি  পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় দুয়ারে সরকার।

এই ক্যাম্পের মাধ্যমে একদিকে যেমন সরকারি পরিষেবা প্রদান করা হয় সুবিধাভোগীদের, অন্যদিকে যাবতীয় সরকারি সমস্যার সমাধান করা হয় এই ক্যাম্পে। পশ্চিমবঙ্গের অধিবাসীরা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন জানাতে পারেন একাধিক প্রকল্পের জন্য। আগামী ১৫ই ডিসেম্বর থেকে শুরু হবে দুয়ারে সরকার। এই ক্যাম্প চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। এরপর সমস্ত রকম আবেদন খতিয়ে দেখা হবে ১ থেকে ১৫ই জানুয়ারির পর্যন্ত।

আরোও পড়ুন : খেল দেখাচ্ছে ঘূর্ণিঝড়! ব্যাপক ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়, প্রকাশ্যে এল IMD’র রিপোর্ট

বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন, রেশন কার্ড আবেদন, রেশন কার্ড ট্রান্সফার, রেশন কার্ড সংশোধন, জমির পাট্টার জন্য ফর্ম ফিলাপ, স্কলারশিপ, পরিযায়ী শ্রমিকদের রেজিষ্ট্রেশন, কন্যাশ্রী প্রকল্প, রুপশ্রী প্রকল্প, জাতিগত শংসাপত্রের আবেদন থেকে শুরু করে একাধিক প্রকল্পের আবেদন জানানো যাবে এই ক্যাম্পের মাধ্যমে।

আপনার এলাকায় কবে দুয়ারে সরকার হবে কীভাবে জানবেন?

আপনাদের প্রথমে ভিজিট করতে হবে দুয়ারে সরকার অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর Find Your Camp এ ক্লিক করে পরবর্তী পেজে জেলার নাম, ব্লক / মিউনিসিপালিটি, গ্রাম পঞ্চায়েত / ওয়ার্ড নাম লিখতে হবে। এরপর আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে তার লিস্ট চলে আসবে।