বিমানেও কী হর্ন আছে? কোন পরিস্থিতিতে বাজান পাইলট! উত্তর জেনে অবাক হয়ে যাবেন

নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এমতাবস্থায় যানবাহনের সংখ্যা বৃদ্ধির জেরে বাড়ছে হর্নের (Horn) ব্যবহারও। এমনকি, শহরাঞ্চলের ক্ষেত্রে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শব্দদূষণ যাতে না ঘটে সেজন্য হর্ন ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন নিয়মও জারি করা হয়েছে।

এদিকে, সাইকেল থেকে শুরু করে বাইক, বাস, ট্রাক কিংবা ট্রেনের মতো যানবাহনে হর্নের ব্যবহার সম্পর্কে তো আমরা সকলেই জানি। কিন্তু, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, বিমানে কি আদৌ হর্ন থাকে? কিংবা থাকলেই বা সেটির ব্যবহার কখন করেন পাইলট? অনেকেই নিয়মিতভাবে বিমানে যাতায়াত করলেও এই বিষয়টি সম্পর্কে অবগত নন। বর্তমানে প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Do airplanes have horns

উল্লেখ্য যে, অন্যান্য গণপরিবহণগুলির তুলনায় বিমান অনেকটাই আলাদা। বিমানের কর্মপদ্ধতি, ফিচার্স এবং অন্যান্য বিষয়গুলিও অত্যন্ত পৃথক। মূলত, অন্যান্য যানবাহনগুলির ক্ষেত্রে চালকরা অন্য পথচারীদের কিংবা যানবাহনকে সতর্ক করতে হর্ন ব্যবহার করেন। এমতাবস্থায়, জেনে অবাক হবেন যে, বিমানেও কিন্তু হর্ন থাকে।

আরও পড়ুন: বরকে বানাতে হবে Reels! পাত্রের সন্ধানে অভিনব বিজ্ঞাপন যুবতীর, ভাইরাল ছবি দেখে অবাক নেটিজনরা

শুধু তাই নয়, ওই হর্ন ব্যবহার করা হয় একটি বিশেষ কারণে। যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, আকাশে উড়ন্ত বিমানগুলিকে তাদের হর্ন বাজাতে দেওয়া হয় না। সেক্ষেত্রে বিমান অবতরণ করলেই পাইলটরা হর্ন বাজাতে পারেন।

আরও পড়ুন: এই দেশে অবতরণ করলেই ভারতীয়দের দিতে হয়ে ১ লক্ষের ট্যাক্স, কারণ জানলে হয়ে যাবেন “থ”

মূলত, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার এবং কর্মীদের সাথে যোগাযোগ করতে এই হর্ন ব্যবহার করেন পাইলটরা। অবতরণের সময়ে কোনো বিপদ কিংবা সমস্যা অনুভব করলে পাইলটরা হর্ন বাজিয়ে গ্রাউন্ড স্টাফদের সেই বিষয়ে সতর্ক করে দেন। যার ফলে গ্রাউন্ড স্টাফরা তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান এবং বিপদ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা যায়।