নেশনহান্ট ডেস্ক: বিনামূল্যে রেশন দেওয়াকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে উঠে এলো প্রধানমন্ত্রী ও ছত্তিশগড় সরকারে থাকা খাদ্যমন্ত্রকের বিবৃতির পার্থক্য। বলা বাহুল্য, এবার আর বিরোধীরা নয়, বরং নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রকই তার এই মিথ্যাচারকে তুলে ধরল আমজনতার সামনে। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রকের বক্তব্যে অসংগতি মিলতেই সরব হয়েছে কংগ্রেস।
জানা গিয়েছে, গত ৪ নভেম্বর ছত্তিশগড়ে (Chhattisgarh) এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, দেশের ৮০ কোটির বেশি গরিব মানুষকে আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়া হবে। অথচ, বুধবার কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবণ্টনমন্ত্রকের তরফে বলা হয়, ১ জানুয়ারি ২০২৪ থেকে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ বন্ধ হবে।
আরোও পড়ুন : সুখবর! আরোও সস্তা হচ্ছে রান্নার গ্যাস, ভোটের আগেই বড়সড় আপডেট কেন্দ্রের, কত হচ্ছে রেট?
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, প্রধানমন্ত্রী যা বলেছেন, তাঁর মন্ত্রক বলছে সম্পূর্ণ উলটো কথা। তা হলে প্রধানমন্ত্রী নাকি খাদ্যমন্ত্রক কে সত্যিই বলছে? যদিও, কংগ্রেসের তরফে আগেই প্রশ্ন তোলা হয়েছিল যে, কীভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের আগে ফ্রি রেশন সংক্রান্ত ঘোষণাটি করতে পারেন প্রধানমন্ত্রী? এবার খাদ্যমন্ত্রকের বিবৃতি আসতেই হাতে অস্ত্র পেয়ে গেল কংগ্রেস।
ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তির উল্লেখ করে এদিন কংগ্রেসের (Congress) রাজ্যসভার সাংসদ তথা প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, “নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী যে কথা বললেন, মন্ত্রকের বিবৃতিতে তার উল্লেখ নেই কেন? এটা কী হচ্ছে?” পরে বলেন, “বিজেপি হল ভারতীয় ঝুটা পার্টি। আর ওদের প্রধান মুখ যিনি, তিনি মিথ্যার জগৎগুরু।” তবে বিরোধীদের আক্রমণের মুখে মোদি সরকার নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।