নেশনহান্ট ডেস্ক : নিজেদের ইচ্ছামত আর যেকোনো বয়সে স্কুলে ভর্তি করানো যাবে না। স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হল নূন্যতম বয়স। এবার থেকে পড়ুয়ার ন্যূনতম বয়স পার হলেই, সে ছুঁতে পারবে স্কুলের গণ্ডি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে।
জানা গেছে নতুন এই নিয়ম কার্যকর হবে আগামী শিক্ষাবর্ষ থেকেই। সব পড়ুয়ার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তি হওয়ার নূন্যতম বয়স উল্লেখ করা হয়েছে। এই তালিকায় প্রতিটি শ্রেণীতে ভর্তি বা উত্তীর্ণ হতে গেলে কত বয়স প্রয়োজন তার উল্লেখ রয়েছে।
আরোও পড়ুন : ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৮০ কিমি বেগে ঝড়! নিম্নচাপের কী প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে? বড় আপডেট দিল IMD
সরকার মনে করছে এই নির্দেশিকা মানলে পড়ুয়ারা সঠিক বয়সে সঠিক শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে।প্রসঙ্গত, সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশিকা ডিসেম্বর বা জানুয়ারি মাসে জারি করা হয় প্রতিবছর। এ বছরও এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হল নভেম্বরের শেষে। নির্দেশিকায় উল্লেখিত তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য পড়ুয়ার বয়স ন্যূনতম ৬ বছর হতে হবে।
২০২৪ এর ১ জানুয়ারির নিরিখে কোন বয়সে কোন শ্রেণীতে ভর্তি হওয়া যাবে সেই সংক্রান্ত তালিকা দেখে নেওয়া যাক:
প্রথম শ্রেণির জন্য ৬ থেকে ৭ বছর।
দ্বিতীয় শ্রেণির জন্য ৭ থেকে ৮ বছর।
তৃতীয় শ্রেণির জন্য ৮ থেকে ৯ বছর।
চতুর্থ শ্রেণির জন্য ৯ থেকে ১০ বছর।
পঞ্চম শ্রেণির জন্য ১০ থেকে ১১বছর।
ষষ্ঠ শ্রেণির জন্য ১১ থেকে ১২ বছর।
সপ্তম শ্রেণির জন্য ১২ থেকে ১৩ বছর।
অষ্টম শ্রেণির জন্য ১৩ থেকে ১৪বছর।