নেশন হান্ট ডেস্ক: চিনের (China) বর্তমান খারাপ অর্থনীতির অবস্থা কারোর কাছে গোপন নেই। ওই দেশের রিয়েল এস্টেট সেক্টর খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমনকি, একাধিক কোম্পানি দেউলিয়াও হয়ে যাচ্ছে। ঠিই এই আবহেই এবার বড় ধাক্কা দিল iPhone প্রস্তুতকারী সংস্থা Apple। শুধু তাই নয়, চিনকে ধাক্কা দিয়ে ভারতকে উপহার দিয়েছে Apple।
ইতিমধ্যেই তারা চিনে তাদের উৎপাদন কমিয়ে ভারতে সেটি বাড়ানোর ঘোষণা করেছে। Apple জানিয়েছে যে, iPhone 17 ভারতে তৈরি করা হবে। এই প্রসঙ্গে Apple বিশ্লেষক মিং চি কুও-এর রিপোর্ট অনুযায়ী, iPhone 17 ভারতে তৈরি হবে এবং ২০২৫ সালে লঞ্চ হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চিনের বাইরে এই প্রথম Apple নতুন iPhone তৈরি করবে। অর্থাৎ, Apple এখন চিনের পরিবর্তে ভারতে উৎপাদন বাড়ানোর দিকে নজর দিচ্ছে।
ক্রমশ চাপের মুখে চিন: আমেরিকার সাথে চলা অস্থিরতার কারণে বারংবার আমেরিকান কোম্পানিগুলির বিরক্তির মুখে পড়তে হয় চিনকে। এমন পরিস্থিতিতে, আমেরিকান কোম্পানিগুলি চিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এদিকে, চিন সেখানকার সরকারি আধিকারিকদের iPhone ব্যবহার নিষিদ্ধ করেছিল। যা Apple-কে চিন থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে।
আরও পড়ুন: আম্বানির অ্যান্টিলিয়াকে তো সবাই চেনেন! চমকে দেবে আদানির বাড়িও, দাম জানলে হয়ে যাবেন অবাক
প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরে Apple ভারতে তার দু’টি স্টোরও খুলেছে। যেখানে তারা দুর্দান্ত সাড়া পেয়েছে। রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে ভারত থেকে iPhone শিপমেন্ট প্রায় ১২ থেকে ১৪ শতাংশ হবে। পাশাপাশি, ২০২৪ সালে iPhone উৎপাদন ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি হবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: এখনই হন সতর্ক! এই কাজটি না করলেই বন্ধ হবে পেনশন, দুর্ভোগ এড়াতে এখনই নিন জেনে
তবে, ভারতে iPhone 17 তৈরির কারণে চিন একটি বড় ধাক্কা খেয়েছে। কারণ, চিনে iPhone উৎপাদন কমে যাওয়ায় ফক্সকনের মতো কোম্পনির সমস্যা বাড়তে পারে। যার ফলে বৃদ্ধি পাবে চিনে বেকারত্ব। এমতাবস্থায়, আরও টলমলে হবে চিনের অর্থনীতি। এদিকে, সম্প্রতি টাটা iPhone অ্যাসেম্বলিং প্ল্যান্ট উইস্ট্রন কিনেছে। যার ফলে শীঘ্রই সবার হাতে মেড ইন ইন্ডিয়া iPhone থাকবে।