এগিয়ে চলেছে ভারত! ২০৪৭-এর মধ্যেই দেশের প্রতি ব্যক্তির আয় হবে ১০ লক্ষ টাকা, প্রকাশ্যে বড় তথ্য

নেশন হান্ট ডেস্ক: সাম্প্রতিক কালে ভারতের (India) অর্থনীতি (Economy) দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, অর্থনীতির বিচারে আমাদের দেশ এখন অন্যান্য উন্নত ও বড় দেশগুলির সাথেও জোরদার টক্কর দিচ্ছে। এমতাবস্থায়, বিশেষজ্ঞদের মতে ভারত শীঘ্রই অর্থনৈতিক দিক থেকে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করবে। এমনকি, এই সময়টাও আর দূরে নেই যখন ভারত ৩০ ট্রিলিয়নের অর্থনীতিকেও ছুঁয়ে ফেলবে। নীতি আয়োগের মতে, ভারত ২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়নের অর্থনীতির লক্ষ্য অর্জন করবে বলে অনুমান করা হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে, ভারতের GDP ৩.৭ ট্রিলিয়ন ডলার সহ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, ২০৩০ সালের মধ্যে, ভারত জাপান এবং জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে অনুমান করা হচ্ছে। রেটিং এজেন্সি S&P-র মতে, ২০৩০ সালের মধ্যে ভারতের নমিন্যাল GDP ৭.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। অপরদিকে, নীতি আয়োগ ২০৪৭ সালের মধ্যে ভারতকে প্রায় ৩০ লক্ষ কোটি ডলারের একটি উন্নত অর্থনীতিতে পরিণত করার জন্য ভিশন ডকুমেন্ট তৈরি করছে।

By 2047, the per capita income of the country will be 10 lakh rupees

৩০ ট্রিলিয়নের অর্থনীতিতে পরিণত হবে ভারত: এই প্রসঙ্গে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রামানিয়াম সম্প্রতি জানিয়েছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে প্রায় ৩০ ট্রিলিয়ন ডলারের একটি উন্নত অর্থনীতিতে পরিণত করার জন্য ভিশন ডকুমেন্ট তৈরি করা হচ্ছে। ২০৪৭-এ ভিশন ইন্ডিয়ার খসড়া ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হবে এবং আগামী তিন মাসের মধ্যে উপস্থাপন করা হবে। এরপরে অর্থনীতির দিক থেকে দ্রুত বর্ধনশীল ভারত ২৪ বছর পর তার লক্ষ্যমাত্রার জন্য কাজ শুরু করবে এবং প্রত্যাশিত পরিসংখ্যান অর্জনের চেষ্টা করবে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! কলকাতার রাস্তায় দেখা মিলবে ওয়াটার প্রুফ রাস্তার? সামনে এল বড় পরিকল্পনা

ভিশন ডকুমেন্ট: ভিশন ২০৪৭ ডকুমেন্টের উদ্দেশ্য হল মিডল ইনকামের ফাঁদ এড়ানো। নীতি আয়োগের সিইওর মতে, কমিশন মিডল ইনকামের ফাঁদ নিয়ে উদ্বিগ্ন। ভারতকে দারিদ্র ও মিডল ক্লাস ইনকামের জাল ছিন্ন করতে হবে।

আরও পড়ুন: স্বপ্নপূরণের জন্য ছেড়েছিলেন ব্যাঙ্কের চাকরি! কঠোর পরিশ্রমের মাধ্যমে পরীক্ষায় সফল হয়ে SDM হলেন অমিত

এদিকে, বিশ্বব্যাঙ্কের মতে, ভারত যখন ২০৪৭ সালে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন করবে, তখন প্রত্যেক ব্যক্তির মাথাপিছু আয় বার্ষিক ১২,০০০ ডলার অর্থাৎ প্রায় ১০ লক্ষ টাকার বেশি হবে। ইতিমধ্যেই ভারতকে উচ্চ আয়ের অর্থনীতি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। নীতি আয়োগের প্রাথমিক অনুমান অনুসারে, যদি ভারতকে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হতে হয়, তাহলে ২০৩০ থেকে ২০৪৭ সাল পর্যন্ত অর্থনীতিকে বার্ষিক ৯ শতাংশ হারে বৃদ্ধি করতে হবে।