দুর্দান্ত অফার! গ্যাস সিলিন্ডার কিনলেই এবার ডিসকাউন্ট পাবেন ৫০ টাকা, বুকিং করুন এই উপায়ে

নেশনহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের অধিকাংশ বাড়িতেই রান্না হয় গ্যাস সিলিন্ডারের মাধ্যমে। তবে যতদিন গেছে ততই বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। এই গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে এখন রীতিমতো নাস্তানাবুদ অবস্থা সাধারণ মানুষের। রান্নার গ্যাসের দাম কয়েক মাস আগেই পৌঁছেছিল ১২০০ টাকার কাছাকাছি।

lpg cylinder 768x402.jpg

তবে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসে ভর্তুকির ঘোষণা করে। ভর্তুকির পর বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৯২৯ টাকা। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের কলকাতায় একটি গ্যাস সিলিন্ডার কিনতে খরচ করতে হচ্ছে ৬২৯ টাকা। তবে আপনারা জানেন এর উপরেও আপনারা একটি অফার অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন ফ্ল্যাট ৫০ টাকার ছাড়?

আরোও পড়ুন : রিচার্জ করতে হবে না টানা ১ বছর! দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির Jio-Airtel, সোনায় সোহাগা গ্রাহকদের

সরকারের পক্ষ থেকে যে ভর্তুকি দেওয়া হয়, তার বাইরেও অতিরিক্ত ৫০ টাকা ছাড় মিলতে পারে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং এর সময়। একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে গ্যাস বুকিং করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে ৫০ টাকা। আপনাদের বলে রাখি এই অফার শুরু হয়েছে গত ২’নভেম্বর থেকে।

আরোও পড়ুন : দোরগোড়ায় শীত, কুড়ির ঘরে নামল পারদ! আর দুদিনেই এক্কেবারে বদলে যাবে ওয়েদার

এই অফারটি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। মূলত অ্যামাজন পে অ্যাপের মাধ্যমে আপনারা এই অফারটি নিতে পারেন। অ্যামাজন পে ব্যবহারকারীদের ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট এবং কার্ড থাকতে হবে এই অফারটি পাওয়ার জন্য। এছাড়াও ওয়ান কার্ড ক্রেডিট কার্ড এবং ইয়েস ব্যাঙ্কের কার্ড গ্রাহকরাও এই অফারটি পাবেন।

The cheapest gas cylinder in the country is found here

গ্যাস বুকিং ছাড়াও অ্যামাজনের পক্ষ থেকে আরো কিছু অফার এই সময় চলছে। অফার অনুযায়ী গ্রাহক যদি ৫০০ টাকার উপরে রিচার্জ বা বিল পেমেন্ট করেন তাহলেও এই অফারের সুবিধা নিতে পারবেন। তবে মনে রাখবেন এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য প্রযোজ্য। তাই এখন বুক করলে লাভই হবে গ্রাহকদের।