নেশনহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার যুগে এমন অনেক কিছু জিনিস ভাইরাল হয় যা আমাদের নজর কারে। আর পাঁচটা মানুষের থেকে একটু অন্যরকম কোনও কাজ করলেই আজকাল ভাইরাল হওয়া খুবই সহজ। অনেকে ইচ্ছাকৃত আবার অনেকে নিজের জীবন সংগ্রামের ভিন্ন ধারার জন্য সোশ্যাল মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন।
গত কয়েক বছরে বিভিন্ন ইউটিউবারদের জন্য এমন বহু মানুষ ভাইরাল হয়েছেন যারা ছিলেন সমাজের একদম অন্ধকার এক কোণে। রানু মন্ডল, কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকার, ডালহৌসি চত্বরে নন্দিনী দিকে এখন কে না চেনে! ভাইরাল হওয়ার পর তাদের খ্যাতি তারকাদেরও সমান। এনাদের মতো অসংখ্য ব্যক্তি রয়েছেন যারা রাতারাতি জিরো থেকে বনে গিয়েছেন হিরো।
আরোও পড়ুন : প্রতীক্ষার অবসান, শীঘ্রই আসছে বন্দে ভারত স্লিপার! চলবে বাংলার এই জনপ্রিয় রুটে
ডালহৌসি ৩নং কয়লাঘাটের রাস্তার ফুটপাতে ভাতের হোটেল চালান নন্দিনী। তার স্মার্ট গেটাপের জন্য এখন রীতিমতো ভাইরাল হয়েছেন সমাজ মাধ্যমে। রাতারাতি তিনি হয়ে উঠেছেন তারকা। তবে বিভিন্ন সময় শুনতে পাওয়া যায় নন্দিনীদের অহংকার তুঙ্গে। ইউটিউবার থেকে শুরু করে সাধারন মানুষ, অনেকেই নন্দিনীর বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ তুলেছেন।
আরোও পড়ুন : আর নিতে হবে না OTT সাবক্রিপশন! মাত্র ৩৯৯ টাকায় ধামাকাদার অফার নিয়ে হাজির Airtel
সম্প্রতি নন্দিনীর বিরুদ্ধে বক্তব্য পেশ করে ভাইরাল হয়েছেন বনগাঁর চাঁদপাড়ায় স্টেশনের ধারে ভাতের হোটেল চালানো দুই বোন। এই দুই বোন অত্যন্ত কম টাকায় মাছ ভাত মাংস খাইয়ে গ্রাহকদের অবাক করে দিয়েছেন। তবে নন্দিনী বলেছেন এই দুই বোন পচা খাবার খাওয়ান গ্রাহকদের। তাই সেগুলির দাম অত্যন্ত কম।
নন্দিনীর এহেন বক্তব্যের পর খচে লাল হয়ে গিয়েছেন বনগাঁর দুই বোন। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই দুই বোনের এক বোন বলেছেন, “তোমাদের স্মার্ট দিদি আমাদের পাশে এসে দাঁড়াতে পারবেনা। ছেলেদের গায়ে হাত দিচ্ছে , চুমু খাচ্ছে। ওসব আমরা পারব না। ওকে কখনো রান্না করতে দেখবেন না। শুধু খাবার দেয়। অথবা শুধু কড়ায় খুন্তি নারে। ও রান্নার কিছু বোঝে?”