নেশনহান্ট ডেস্ক: মাঝেমধ্যেই ব্যাংকের কাছ থেকে গ্রাহকদের কাছে পৌঁছে যায় ব্যাংক জালিয়াতি সম্পর্কিত নানা সতর্কীকরণ। তারপরেও আটকানো যাচ্ছে না সাইবার ক্রাইম। অনলাইন জালিয়াতির নতুন নতুন ফাঁদ পাতছে হ্যাকাররা। অপরাধের কিনারা করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে ব্যাংক কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে।
এবার ঘটনাস্থল কাঁথি। কোন ফোন বা লিঙ্কে ক্লিক না করেও 3 লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে অয়ন মাইতি নামের এক চিকিৎসকের। পুলিশ মনে করছে, যথেষ্ট অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ঘটনায়। টাকা খোয়া যাওয়ার ঘটনায় রীতিমত স্তম্ভিত চিকিৎসক। তার ব্যাংক একাউন্ট লক করার জন্য ব্যাংকের কাছে লিখিত আবেদন জানিয়েছে পুলিশ।
আরোও পড়ুন : এত্ত সুন্দর বস্তি! দেখলে আর চোখ ফেরানো যাবে না, অবাক হচ্ছেন? এরাজ্যেই মিলবে এমন অপরূপ দৃশ্য
পুলিশ সূত্রে খবর, গত 20 সে নভেম্বর কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন ওই প্রতারিত চিকিৎসক অয়ন মাইতি। অভিযোগের ওপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে সাইবার সেল। কাঁথির আইসি অমলেন্দু বিশ্বাসের তত্ত্বাবধানে গোটা ঘটনার তদন্ত চলছে। মোটা অঙ্কের টাকা চুরি যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই চিকিৎসক।
ডাক্তার অয়ন মাইতি জানিয়েছেন, গত কয়েকদিনে কোন অচেনা নম্বরে ফোন কল রিসিভ করেন নি তিনি, বা কোনো অজানা সাইটের লিঙ্কে ক্লিক করেননি। সবচেয়ে বড় কথা ব্যাংক সংক্রান্ত কোন তথ্য বা নথি ও কারোর কাছে প্রকাশ করেননি তিনি। পাশাপাশি এমন ঘটনায় তাজ্জব পুলিশ বিভাগও।