এক ঘরে ৭ বউ নিয়ে দিব্যি সুখের সংসার! ‘মায়ের মানত’ বলেই চালাচ্ছেন বাঙালি যুবক

নেশনহান্ট ডেস্ক : রূপকথার গল্পে আমরা প্রায়ই শুনি রাজার থাকে একাধিক রানী। কিন্তু রূপকথার গল্পকে হার মানিয়েছেন বাস্তবের রবিজুল ইসলাম। এই বাঙালি যুবক কোনও রাজা নয়, কিন্তু তার সাত স্ত্রী এখন তাকে রীতিমত আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। মায়ের মানত পূরণ করার জন্য এই বাঙালি যুবক বিয়ে করেছেন সাতবার।

সাত স্ত্রীকে একসাথে নিয়েই করছেন সংসার। রবিজুলের এই ‘রাজকীয়’ জীবন এখন অনেকের কাছেই আগ্রহের বিষয়। সোশ্যাল মিডিয়াতেও এখন এই যুবক অনেকের কাছেই আগ্রহের একজন।বছর আটত্রিশের এই বাঙালি যুবক বিয়ে করেছেন সাতবার। সাত স্ত্রীকে নিয়ে দিব্যি সংসার করছেন। 

রবিজুল সংবাদ মাধ্যমে জানিয়েছেন তার মায়ের একটি মানত ছিল। সেই মানত পূর্ণ করার জন্যই তিনি সাতবার বিয়ে করেছেন। একই বাড়িতে স্ত্রীদের নিয়ে সংসার করেন রবিজুল। এক ছাদের তলায় সাত জনই রয়েছেন মিলেমিশে। এই যুবকের সাত স্ত্রীর নাম রুবিনা, হেলেনা, নুরনাহার, স্বপ্না, বানু, জুঁই ও মিতা।

আরোও পড়ুন : সব লড়াইয়ের অবসান! ক্যান্সারের সামনে থেমে গেল টলিপাড়ার এই তরুণ অভিনেতার জীবন

এই সাতজনের একে অপরের সাথে সম্পর্ক খুবই মধুর। স্বামীকে অন্য সতীনদের সাথে ভাগ করে নিতে কারোর কোনো আপত্তি নেই। রবিজুলের এক স্ত্রী বলছেন, “অত্যন্ত সদ্ভাব রয়েছে আমাদের মধ্যে। উনি স্বামী হিসেবে কোনও কিছুর ত্রুটি রাখেন না। বোনের মতো থাকি আমরা সবাই।” রবিজুল ১৯৯৯ সালে প্রথমবারের মতো বিয়ে করেন রুবিনাকে।

আরোও পড়ুন : ব্যাপক বৃষ্টিপাত থেকে শুরু করে ২০-৩০ কিমি বেগে ঝড়, আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল IMD

এরপর তিনি লিবিয়া যান কাজের উদ্দেশ্যে। হেলেনার সাথে তার আলাপ হয় সেখানে। তারপর তাকে বিয়ে করেন। রবিজুলের প্রথম স্ত্রীর দুটি, দ্বিতীয় স্ত্রীর দুটি ও তৃতীয় স্ত্রীর একটি সন্তান রয়েছে। গত মাসে রবিজুল আবার বিয়ে করেন তিনজনকে। বাংলাদেশের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি মিয়াপাড়ায় বাড়ি রবিজুলের।

একসাথে সাত স্ত্রীর সাথে থাকা মোটেও আশেপাশের লোকজন ভালোভাবে নেননি। চর্চা শুরু হয়ে গিয়েছে গোটা এলাকায়। কিন্তু এইসবে কর্ণপাত করতে রাজি নন রবিজুল। দিনের শেষে সাত স্ত্রীকে নিয়ে খুশি রবিজুল। তাই অন্য কারোর সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ তিনি।