নেশনহান্ট ডেস্ক : যাত্রীদের কথা মাথায় রেখে একটি বড় উদ্যোগ নিল দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এসবিএসটিসি। সংস্থার পক্ষ থেকে চালু করা হল দুটি নতুন বাস। আসানসোল–শিলিগুড়ির মধ্যে এই দুটি ডিলাক্স বাস চলাচল করবে। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরো মসৃণ করতে পরিবহন সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্গাপুর, সিউড়ি, মালদা হয়ে বাস দুটি যাতায়াত করবে। আসানসোলের জিটি রোডের হটন রোড সংলগ্ন সিটি বাসস্ট্যান্ডে রবিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবুজ পতাকা নাড়িয়ে বাস দুটি উদ্বোধন করেন আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে মলয় ঘটক বলেন, আসানসোলের পাশাপাশি গোটা পশ্চিম বর্ধমান জেলায় উন্নয়নমূলক কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরোও পড়ুন : জলপথে এবার সহজেই চলে যান কলকাতা টু হাজারদুয়ারি! বিদেশিদের কাছে নয়া আকর্ষণের কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ
এসবিএসটিসির মাধ্যমে অন্যান্য সড়ক পথের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দূর্গাপুরের। সরকারিভাবে পরিকাঠামো উন্নত করা হয়েছে আসানসোলে জেলা হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ একাধিক সরকারি জায়গার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আসানসোলের মানুষ।
আরোও পড়ুন: বঙ্গোপসাগরে আজই নিম্নচাপের সৃষ্টি, হতে পারে ঘূর্ণিঝড়ও! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট
বাস উদ্বোধন ঘিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল ও সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভুবনেশ্বর মুখোপাধ্যায়।
এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল জানিয়েছেন, আগামী ১লা ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে আসানসোল ও শিলিগুড়ির মধ্যে চলাচল শুরু করবে এই দুটি নতুন বাস। আধুনিক ব্যবস্থার সাথে সাজিয়ে তোলা হয়েছে এই বাস দুটিকে। পুসব্যাক সিট, পর্দা ও ফ্যান রয়েছে এই বাস দুটিতে। এই বাস ছাড়বে আসানসোল থেকে প্রতিদিন বিকেল ৩ টে ১৫ মিনিট ও শিলিগুড়ি থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে।