নেশনহান্ট ডেস্ক : বন্দে ভারত এক্সপ্রেস ট্র্যাকে নামার পর থেকেই সাড়া ফেলে দিয়েছে। সাধারণ মানুষের বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে কৌতূহলের শেষ নেই। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেন চলা শুরু করে দিয়েছে। তবে এবার সাধারণ শ্রমজীবী মানুষের কথার মাথায় রেখে ভারতীয় রেল নিয়ে আসতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস।
অমৃত ভারত এক্সপ্রেসে যাত্রীরা বন্দে ভারত এক্সপ্রেসের আনন্দ পাবেন। তবে ভাড়া হবে বন্দে ভারতের থেকে অনেকটাই কম। জানা যাচ্ছে অমৃত ভারত এক্সপ্রেসের ভাড়া সাধারণ ট্রেনের ভাড়ার থেকে মাত্র ১৫ শতাংশ বেশি হতে পারে। ইতিমধ্যেই ট্রায়াল হয়ে গেছে পুশ-পুল এই ট্রেনের।
আরোও পড়ুন : কপাল চাপড়াচ্ছেন পাহাড়প্রেমীরা! দার্জিলিং গেলেই এবার বাড়তি খরচ, রোজ দিতে হবে কাঁড়ি কাঁড়ি টাকা
মূলত পুশ-পুল পদ্ধতির মাধ্যমেই বন্দে ভারত বা EMU ট্রেনগুলি গতি লাভ করতে পারে। রেল আধিকারিকরা দাবি করছেন, ২২ কোচের অমৃত ভারত এক্সপ্রেস ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। এই ট্রেন দ্রুত পিক আপ নিতে পারবে। এই ট্রেনের ইঞ্জিন বন্দে ভারত এক্সপ্রেসের মতো হবে। অমৃত ভারত এক্সপ্রেসে শুধুমাত্র স্লিপার ও সাধারণ কোচ থাকবে।
জানা গেছে দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করবে দুটি রুটের মাধ্যমে। রেলের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ট্রেনের রুট বা ম্যাপ নির্বাচিত করা হয়নি। তবে অমৃত ভারত এক্সপ্রেস চলাচল করবে উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে। দক্ষিণের রাজ্যগুলিতেও এই ট্রেন চালানো হতে পারে। প্রাথমিক পর্যায়ে অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হতে পারে মুম্বই, পটনা এবং চেন্নাই বিভাগে।
আরোও পড়ুন : ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৮০ কিমি বেগে ঝড়! নিম্নচাপের কী প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে? বড় আপডেট দিল IMD
৮০০ কিলোমিটারের বেশি যাত্রার জন্য অমৃত ভারত এক্সপ্রেস ব্যবহার করা হবে। এই ট্রেনে থাকবে বারোটি স্লিপার ও চারটি অসংরক্ষিত কোচ। এই ট্রেনে একসাথে যাতায়াত করতে পারবেন ১৮০০ যাত্রী। সিসিটিভি ক্যামেরা, সেন্সর ট্যাপ, বায়ো ভ্যাকুয়াম টয়লেট, প্রতিটি সিটে চার্জার, আধুনিক সুইচ এবং ফ্যান থাকবে প্রতি ট্রেনে।