নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়ে (India) পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করার পাশাপাশি গতিশীল করে তোলা হচ্ছে। সড়কপথ থেকে শুরু করে রেলপথ প্রতিটি ক্ষেত্রেই এই বিষয়টি প্রত্যক্ষ করা যাচ্ছে। এমতাবস্থায়, যুগের সাথে পাল্লা দিয়ে উন্নত হচ্ছে পরিবহণ মাধ্যমগুলিও। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন নিত্যযাত্রীরা। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিষয় উপস্থাপিত করব, যেটি জানার পর রীতিমতো চমকে যাবেন প্রত্যেকেই।
মূলত প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৬ সালের মধ্যে ভারতে প্রথম ইলেকট্রিক এয়ার ট্যাক্সি চালু হতে পারে। বিষয়টি নিঃসন্দেহে চমকপ্রদ। দৈনিক ভাস্করের একটি খবর অনুসারে, দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো পরিচালনাকারী ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ আমেরিকার “আর্চার এভিয়েশন”-এর সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে।
উল্লেখ্য যে, “আর্চার এভিয়েশন” ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ এবং ল্যান্ডিং এয়ারক্রাফট তৈরি করে। দুই কোম্পানির মধ্যে চুক্তির আওতায় ২০০ টি আর্চার বিমান কেনা হবে বলেও জানা গিয়েছে। জানিয়ে রাখি যে, এর এক-একটি বিমানে ৪ জনের বসার ক্ষমতা থাকবে। অর্থাৎ এটি, হবে ৪ সিটের এয়ার ট্যাক্সি।
আরও পড়ুন: গোবর থেকে বানাচ্ছেন সিমেন্ট, ইট, রং! বছরে আয় ৬০ লক্ষ টাকা, ব্যবসার নয়া দিশা দেখাচ্ছেন শিবদর্শন
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এগুলির জন্য কোনো রানওয়ের প্রয়োজন হবে না। এটি হেলিকপ্টারের মতো ভার্টিকাল টেকঅফ ও ল্যান্ডিং করতে সক্ষম হবে। আর্চার দাবি করেছে যে, এই বিমান ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে ১৬০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
আরও পড়ুন: সঙ্কটের মধ্যেই “অদ্ভুত সমস্যা”-র সম্মুখীন কাঙাল পাকিস্তান! চরম বিপাকে দেশবাসী, জানলে হবেন অবাক
অর্থাৎ, এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির মাধ্যমে দিল্লির কনোট প্লেস থেকে গুরগাঁও পর্যন্ত ২৭ কিলোমিটার দূরত্ব মাত্র ৭ মিনিটে অতিক্রম করা যাবে। যেখানে, সাধারণ ট্যাক্সি বা বাইকে এই দূরত্ব যেতে বর্তমানে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।