মহাকুম্ভের পর কোথায় হারিয়ে যান নাগাসাধুরা? আজও এত বড় ‘রহস্য’ অনেকের কাছেই অজানা

নেশনহান্ট ডেস্ক: নাগা সাধুদের নিয়ে কৌতূহল নেহাত কম নয় সাধারণ মানুষের মধ্যে। এই সাধুদের জীবন যাপন প্রতিমুহূর্তে বিস্মিত করে আমাদের। মহকুম্ভের মতো বিশেষ ধর্মীয় উৎসবে দেখা মেলে এই সাধুদের। কিন্তু মেলা শেষে এই সাধুরা কোথায় হারিয়ে যান সেটি বেশ আগ্রহের বিষয়। প্রতি চার বছর অন্তর পালন করা হয় কুম্ভ মেলা।

তবে প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে প্রতি ১২ বছর অন্তর পালন করা হয় মহাকুম্ভ বা পূর্ণ কুম্ভ। এছাড়াও হরিদ্বার ও প্রয়াগরাজে ছ বছর অন্তর পালিত হয় অর্ধ কুম্ভ। মহাকুম্ভ শেষবার আয়োজিত হয়েছিল ২০১৩ সালে। ধর্মীয়, ঐতিহ্যগত ভাবে তো বটেই, জ্যোতিষ শাস্ত্র মতে বিশেষ গুরুত্ব রয়েছে মহাকুম্ভের।

আরোও পড়ুন : চলে এল হাড়কাঁপানো ঠান্ডার দিন! ১২-১৩ ডিগ্রীতে নামল পারদ, দেখুন হাওয়া অফিসের পূর্বাভাস

মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে আয়োজিত হয় মহাকুম্ভ। তাই জ্যোতিষ মতে পরবর্তী মহাকুম্ভ ২০২৪ নয়, আয়োজন করা হবে ২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ৮ মার্চ হবে শেষ শাহি স্নান। নাগাসাধুদের বেশ ভিড় চোখে পড়ে এই মেলায়। শাহি স্নান ছাড়াও এখানে ধ্যানে মগ্ন থাকেন সাধুরা।

আরোও পড়ুন : আজকের রাশিফল ১১ ডিসেম্বর সোমবার। মহাদেবের কৃপায় ঘরে আসবে টাকা, জীবন পাল্টাবে এই ৪ রাশির

বহু ভক্ত আসেন তাদের থেকে আশীর্বাদ নিতে। এই সাধুদের বছরের অন্যান্য সময় দেখতে পাওয়া যায় না। এই সাধুদের দেখা মেলে কুম্ভ মেলা, মাঘ মেলার মতো বিশেষ কিছু অনুষ্ঠানে। মহাকুম্ভের পর কোথায় যেন হারিয়ে যান নাগা সাধুরা। এর কারণ হচ্ছে নাগা সাধুরা বসবাস করেন পবিত্র নদী বা তীর্থস্থানে।

এই জায়গাগুলিতেই তাদের বেশি করে দেখা যায়। খুব একটা প্রকাশ্যে আসতে চান না তারা। সারাদিন ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকেন নাগা সাধুরা। যেখানে মানবজগতের আনাগোনা কম, সেখানেই মূলত এদের বেশি দেখা যায়। লোকচক্ষুর আড়ালে থাকতেই এনারা স্বচ্ছন্দ। তাই সাধারণত রাস্তাঘাটে এই সাধুদের আমরা দেখতে পাই না।