নেশন হান্ট ডেস্ক: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ি অ্যান্টিলিয়ার কথা কে না জানে। বিশ্বের সবচেয়ে দামি বাড়ির তালিকায় এর নাম রয়েছে। দেশের শ্ৰেষ্ঠ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির এই বাড়িটি দক্ষিণ মুম্বাই এলাকায় অবস্থিত। এদিকে, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, মোট সম্পদের নিরিখে দেশের শ্ৰেষ্ঠ ধনকুবেরদের তালিকায় মুকেশ আম্বানির পরেই রয়েছেন গৌতম আদানি (Gautam Adani)। কিন্তু তা সত্বেও, দেশের এই দ্বিতীয় ধনী ব্যক্তির বাড়ির কথা খুব কম মানুষই জানেন।
উল্লেখ্য যে, গৌতম আদানি অধিকাংশ সময় গুজরাটের আহমেদাবাদে কাটান। পাশাপাশি, আদানি গ্রুপের সদর দপ্তরও রয়েছে গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে অল্প দূরত্বে অবস্থিত আহমেদাবাদে। ওই শহরেই গৌতম আদানির “আদানি হাউস” নামের একটি বাংলা রয়েছে। এছাড়া কয়েক বছর আগে দিল্লির লুটিয়েন্স জোনে একটি বাংলো কিনেছিলেন গৌতম আদানি। সফদরজং এনক্লেভে আদানি গ্রুপের একটি গেস্ট হাউসও রয়েছে।
আদানি হাউসের বিশেষত্ব: ওই শহরের নাভারংপুরা এলাকায় অবস্থিত গৌতম আদানির “আদানি হাউস” মিঠাকালী সার্কেলের কাছে রয়েছে। তবে, বাংলোটি শহরের ব্যস্ত এলাকায় থাকা সত্বেও এটির কাছে পৌঁছলে ওই এলাকাটি বেশ শান্ত দেখায়। এই বাংলোতে অনেক খোলা জায়গা রয়েছে। পাশাপাশি, এই বাড়িতেই গৌতম আদানির ব্যক্তিগত অফিসও রয়েছে। তিনি এখানে তাঁর স্ত্রী প্রীতি আদানি ও সন্তানদের নিয়ে থাকেন।
আরও পড়ুন: এখনও বদলাননি ২,০০০ টাকার নোট? চিন্তা নেই, বাড়ির কাছেই এভাবে হয়ে যাবে কাজ
গৌতম আদানির বাংলোর মূল্য: যদিও, গৌতম আদানির এই বাড়ির আসল দাম সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, আহমেদাবাদের এই এলাকায় সম্পত্তির দাম প্রতি বর্গফুট অনুযায়ী, ৫,৩০০ থেকে ৭,৫০০ টাকার মধ্যে। সেই অনুযায়ী, গৌতম আদানির বাড়ির আয়তন বিবেচনায় এই সম্পত্তির মূল্য ধরা হয় কয়েক কোটি টাকা।
আরও পড়ুন: Tata, Hyundai-কে টেক্কা দিয়ে এক মাসে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করল এই কোম্পানি, তৈরি হল রেকর্ড
উল্লেখ্য যে, কিছুদিন আগে দিল্লির লুটিয়েন্স জোনে একটি বাংলোও কিনেছিলেন গৌতম আদানি। যেটি ৩.৪ একর জুড়ে বিস্তৃত রয়েছে। এর বিল্ট-আপ এরিয়া হল ২৫,০০০ বর্গফুট। গৌতম আদানির আগে এই বাংলোটির মালিকানা ছিল আদিত্য এস্টেটের কাছে। দেউলিয়া হওয়ার পরে, আদানি NCLT অ্যাকশনের মাধ্যমে এই বাংলোটি কিনেছিলেন।