চিনের “দাদাগিরি” কমাতে আমেরিকার সমর্থনে মাঠে নামছেন আদানি, সামনে এল দুর্ধর্ষ প্ল্যান

নেশন হান্ট ডেস্ক: ভারতের (India) অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) প্রসঙ্গে এবার একটি বড় খবর সামনে এসেছে। মূলত, শ্রীলঙ্কায় (Sri Lanka) চিনের (China) প্রভাব কমাতে গৌতম আদানিকে নিয়ে বড় বাজি খেলার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা (America)। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আমেরিকা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি পোর্ট টার্মিনাল নির্মাণের জন্য গৌতম আদানিকে ৫৫৩ মিলিয়ন ডলার উপলব্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

মূলত, এটি দক্ষিণ এশিয়ায় চিনের ক্রমবর্ধমান প্রভাব কমাতে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে এক ধরণের পরোক্ষ চুক্তি। কলম্বোর ওয়েস্ট কন্টেইনার টার্মিনাল তৈরির জন্য গৌতম আদানি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন থেকে এই অর্থ পেতে চলেছেন। এমন পরিস্থিতিতে, আমেরিকার সরকারি সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের এটিকে এশিয়ায় সবথেকে বড় ইনফ্রাস্ট্রাকচারের বিনিয়োগ বলা যেতে পারে।

Adani got America's help to reduce China's dominance

এছাড়াও, এটি বিশ্বজুড়ে ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমেরিকার করা সবচেয়ে বড় বিনিয়োগগুলির মধ্যেও অন্যতম একটি হিসেবে বিবেচিত হবে। আমেরিকার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন জানিয়েছে যে, তারা শ্রীলঙ্কায় অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রচারে সাহায্য করবে এবং এই পদক্ষেপটি আঞ্চলিক অর্থনৈতিক ইন্টিগ্রেশনেও সাহায্য করবে।

আরও পড়ুন: সূর্যের কাছাকাছি গিয়েই কাজে লেগে পড়ল আদিত্য L-1! পাঠাল বড়সড় তথ্য, জানলে চমকে উঠবেন

এমন পরিস্থিতিতে, এর ফলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আরও ভালো সমন্বয় তৈরি হবে। এর পাশাপাশি, শ্রীলঙ্কায় বন্দর তৈরির জন্য গৌতম আদানিকে দেওয়া এই ফান্ডিং এটাও ইঙ্গিত দেয় যে, আমেরিকা সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় চিনের ক্রমবর্ধমান প্রভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। গত বছর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে চিনা বন্দর ও হাইওয়ে প্রকল্পের কাজ মন্থর হয়ে যায়। শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খারাপের কারণে তারা চিনের ঋণের জালেও আটকা পড়েছিল। এমতাবস্থায়, ভারত তার প্রতিবেশী দেশগুলিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে চায়।

আরও পড়ুন: আরও সস্তা হয়ে যাবে LPG সিলিন্ডার! এই প্রথমবার বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার

প্রসঙ্গত উল্লেখ্য যে, আমেরিকান বিনিয়োগ সংস্থাটি ২০২৩ সালে এখনও পর্যন্ত ৯.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই প্রসঙ্গে একজন আমেরিকান আধিকারিক জানিয়েছেন, শ্রীলঙ্কার বন্দরের জন্য অর্থ প্রদানের এই পদক্ষেপ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের প্রতিশ্রুতি দেখায়। এদিকে, চিন গত বছর শ্রীলঙ্কায় ২.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এটি শ্রীলঙ্কায় সবথেকে বড় সরাসরি বিদেশি বিনিয়োগ। আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন যে, চিন শ্রীলঙ্কাকে তার ঋণের জালে আটকাচ্ছে এবং এটি শ্রীলঙ্কার অর্থনীতিতে অত্যন্ত বিরূপ প্রভাব ফেলতে পারে।