কিছুতেই ভালো যাচ্ছে না সময়! দীপাবলির দিনেই চরম ক্ষতির সম্মুখীন আদানি

নেশন হান্ট ডেস্ক: বর্তমানে দেশের (India) দ্বিতীয় শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি (Gautam Adani) এই বছর সম্পদ হ্রাসের দিক থেকে শীর্ষে রয়েছেন। ইতিমধ্যেই ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুসারে জানা গিয়েছে যে, গৌতম আদানির সম্পদ YTD-তে ৬০ বিলিয়ন ডলার কমেছে।

জানিয়ে রাখি যে, চলতি বছরের শুরুর আগে গৌতম আদানি বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নেয়ারদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। অথচ আজকের অর্থাৎ ১২ নভেম্বরের র‌্যাঙ্কিং অনুযায়ী তিনি তালিকায় ২১ তম স্থানে রয়েছেন। এদিকে, দীপাবলি উৎসবের দিনেই আদানি বিশ্বের সবচেয়ে লোকসানকারী বিলিয়নেয়ারদের তালিকায় শীর্ষে রয়েছেন।

Adani faced huge losses on Diwali

 

সম্পদের পরিমাণ: ইনডেক্স অনুসারে, গৌতম আদানির সম্পদ বর্তমানে ৬০.৬ বিলিয়ন ডলার। এমতাবস্থায়, তিনি বিশ্বের ধনকুবেরদের তালিকায় ২১ তম স্থানে রয়েছেন। এদিকে, আমরা যদি আদানির মোট ক্ষতির দিকে তাকাই, সেক্ষেত্রে দেখা যাবে যে, তাঁর সম্পদ শুধুমাত্র ২০২৩ সালেই অর্ধেক হয়ে গেছে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সরকার নিচ্ছে বড় পদক্ষেপ! মিলবে এই সুবিধা, জেনে নিন এখনই

হিন্ডেনবার্গ প্রভাব: প্রসঙ্গত উল্লেখ্য যে, আমেরিকান শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গ গত জানুয়ারি মাসে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। ওই রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়। যদিও, আদানি গ্রুপ ওই অভিযোগগুলি সরাসরি প্রত্যাখ্যান করে। তারপর থেকেই গ্রুপটির শেয়ার পতনের ধারা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: গ্রাহকদের জন্য ফের চমক Jio-র! সস্তার এই প্ল্যানে মিলছে 6GB ফ্রি ডেটা, রয়েছে একাধিক সুবিধাও

এদিকে, এর জেরে সংশ্লিষ্ট গ্রুপ ১৩০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।এমতাবস্থায়, বর্তমানে আদানি গ্রুপ সামগ্রিক পরিস্থিতি থেকে পুনরুদ্ধারের পথে রয়েছে। কিন্তু এজন্য লড়াইও করতে হচ্ছে অনেক।