আর হবে না চিকিৎসার সমস্যা, এবার বাংলার মানুষের জন্য এই মানবিক পদক্ষেপ নিল সরকার! খুশি জনতা

নেশন হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যজুড়ে (West Bengal) আয়ুষ ডিসপেনসারি (Ayush Dispensary) খোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এমতাবস্থায়, এই পরিকল্পনার পেছনে রয়েছে দু’টি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, এই ডিসপেনসারি শুরু হলে সেখানে কর্মসংস্থানের সুযোগ ঘটবে। যার ফলে রাজ্যের যুবক-যুবতীরা চাকরি পাবেন।

পাশাপাশি, অন্য কারণটি হল, শহরতলি থেকে শুরু করে গ্রামাঞ্চলের মানুষজন যাতে সস্তায় ওষুধ পেতে পারেন সেদিকও গুরুত্ব দেওয়া হবে। আর এহেন পরিকল্পনাকে সামনে রেখেই রাজ্যজুড়ে মোট ১২০ টি আয়ুষ ডিসপেনসারি খোলার ক্ষেত্রে উদ্যোগ নিচ্ছে সরকার। পাশাপাশি, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর এই বিষয়টি বাস্তবায়িত করতে একটা পরিকল্পনা ছকে ফেলেছে।

A big step by the government for the people of the state

যেটি অনুযায়ী, সমগ্র রাজ্যজুড়ে ৭০ টি হোমিওপ্যাথি, ৪০ টি আয়ুর্বেদিক এবং ১০ টি ইউনানি ডিসপেনসারি খোলা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, রাজ্য স্বাস্থ্য দফতর সমস্ত জেলার স্বাস্থ্য আধিকারিকদের জানিয়েছে, যে প্রতিটি জেলায় জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আয়ুষ ডিসপেনসারি খোলা যায়। এরফলে সাধারণ মানুষের সস্তায় ওষুধ পাওয়ার বিষয়টি আরও সহজ হবে।

আরও পড়ুন: পরপর তিনটি মিসড কল, তারপরেই ফাঁকা অ্যাকাউন্ট! প্রতারকদের নয়া জালিয়াতিতে ঘুম উড়েছে সবার

উল্লেখ্য যে, প্রায়শই দেখা যায় যে, শহরতলি এবং গ্রামাঞ্চলের বহু মানুষকে সস্তায় ওষুধ পেতে শহরে আসতে হয়। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে আবার উপযুক্ত ওষুধও পাওয়া যায় না। তবে, এই ডিসপেনসারি খোলা হলে এহেন সমস্যা থেকে মুক্তি মিলবে। তাই প্রতিটি জেলার CMOH-কে বলা হয়েছে, আয়ুষ ডিসপেনসারি আছে এমন জায়গাগুলিকে খুঁজে বের করতে। পাশাপাশি, যেগুলি ছোট স্বাস্থ্য ক্লিনিক রয়েছে সেগুলিকে উন্নীত করে যাতে আয়ুষ ডিসপেনসারি করা যায় সেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: করেছেন ৩০ হাজার কোটির স্ক্যাম, হয়েছে ওয়েব সিরিজও, এই ব্যক্তির কীর্তি জানলে হয়ে যাবেন “থ”

এদিকে, জানা গিয়েছে যে, উত্তর ২৪ পরগনায় এই পরিকল্পনাটি বৃহৎ আকারে বাস্তবায়িত করতে চাইছে সরকার। সেক্ষেত্রে ১৭ টি ইউনিট এখানে খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেগুলির মধ্যে ৯ টি হোমিওপ্যাথিক, ৭ টি আয়ুর্বেদিক এবং ১ ইউনানি ডিসপেনসারি খোলার তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি, কলকাতায় মোট ১৫ টি ইউনিট খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।