নাম পাল্টে হয়েছেন সুপারস্টার! টলিউডে করেছেন “রাজ”-ও, বোম্বের ফিল্ম কালচার নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত

নেশন হান্ট ডেস্ক: ৮-এর দশকে বাংলা ছবিতে রীতিমতো একচ্ছত্র অধিকার ছিল তাঁর। শুধু তাই নয়, তাঁর বাবা শৈল চক্রবর্তীও ছিলেন প্রথিতযশা ব্যক্তি। প্রথমে সবাই তাঁকে দীপক বলে জানলেও আজকেই তিনি চিরঞ্জিত (Chiranjeet Chakraborty)। প্রথমে নিউজ রিডার হিসেবেই কেরিয়ার শুরু করা চিরঞ্জিত একটা সময়ে বাংলা চলচ্চিত্রের অন্যতম ভরসার নাম হয়ে ওঠেন। তবে, তাঁর চলচ্চিত্রের দুনিয়াতে আসার ক্ষেত্র শুরু হয়েছিল অনেকটা আগে থেকেই।

বাবার হাত ধরেই পেয়েছিলেন সত্যজিৎ রায়ের সান্নিধ্য। তবে, প্রথমে চিরঞ্জিত চেয়েছিলেন পরিচালক হতে। কিন্তু পাননি প্রযোজক। তবে, নায়ক হওয়ার অফার পেয়ে তিনি মনে করেছিলেন যে, স্টারডম এলে সহজেই প্রযোজক পেয়ে যাবেন। এদিকে, দীপকের বদলে চিরঞ্জিত নামটা কিন্তু তিনিই বেছে নিয়েছিলেন। শুধু তাই নয়, চিরঞ্জিত আরও জানান যে, ” উত্তমকুমারের পর আমিই একমাত্র হিরো যে নাম পাল্টে ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হয়েছি, আর কেউ নয়। পরে দীপক অধিকারী থেকে দেব হয়েছে।”

আরও পড়ুন: গাড়ি চালানোর আগে আজই ইনস্টল করুন Jio-র এই দুর্দান্ত ডিভাইস, ঘুম উড়বে চোরেদেরও

এদিকে, ঋতুপর্ণ ঘোষের সাথে বন্ধুত্বের প্রসঙ্গে তিনি জানান “আমার পরিচালিত অভিনীত ‘ভয়’ ছবিটা সিনেমাহলে বসে দেখছিল। সিনেমাহল থেকেই আমায় ফোন করে সে জানায়, “নিজে থেকেই ফোন করলাম। আপনার ছবিটা আমি দেখছি, অসম্ভব ভাল ছবি বানিয়েছেন। তারপর বন্ধুত্ব হয়ে গেল।” পাশাপাশি, সিনেমা হিটের বিষয় চিরঞ্জিত জানান, ” আমার কেরিয়ারে অঞ্জন চৌধুরীর “শত্রু” খুব বড় একটা ফিল্ম। যেটা আমাকে সাঙ্ঘাতিক ব্রেক দিলেও সেকেন্ড লিড ছিল।”

আরও পড়ুন: কিছুতেই মিলছে না রেহাই! Apple-এর এই সিদ্ধান্তেই টালমাটাল চিন, বড় প্ল্যান ভারতের জন্য

এছাড়াও, তিনি স্পষ্টভাবে বলেন, “আমি কোনো গডফাদার বা একই পরিচালকের ছবির হিরো হতে বারংবার ডাক পাইনি। বরং, আমাকে ঈশ্বর যা দেন আমি সেটাই নিয়েই নম্বর ওয়ান হয়েছি। পাশাপাশি, বলিউডে কাজের বিষয় তাঁর সাফ মন্তব্য, “Better to rule in Hell, than serve in Heaven”। অর্থাৎ, স্বর্গের প্রজা হবার থেকে নরকের রাজা হওয়া শ্রেয়। তাই, টালিগঞ্জের মতো ছোট ইন্ডাস্ট্রির রাজা হয়েই তিনি খুশি রয়েছেন।

What did Chiranjit say about Bombay's film culture

তাঁর মতে, বম্বের থিওরি হল কেউ যদি ছোট রোল কোনোভাবে একবার করে ফেলে তাহলে সে আর হিরোর রোল পাবে না। বরং, ছোট রোলে স্ট্যাম্প পড়ে যাবে। আবার ফ্লপ নায়কদেকেও বলিউডে জায়গা দেওয়া হয়না। এমনকি, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদাহরণ দিয়ে বলেন, “বুম্বা এখানে যত বড়ই স্টার হোক বলিউডের ছবিতে কিছুতেই মেন রোল দেবে না। কারণ ওর হিন্দি ছবি ফ্লপ হয়েছিল আগে।”