রাত্রিবেলা লুকিয়ে সাবিত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন উত্তরকুমার! কিন্তু কেন? এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই

নেশনহান্ট ডেস্ক : উত্তমকুমার, এই নামটার সাথে জড়িয়ে রয়েছে বাঙালির হাজারো আবেগ-নস্টালজিয়া। মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর এতগুলো বছর পরেও এক মুহূর্তের জন্য বাঙালি ভোলেনি তাঁকে। মাঝেমধ্যেই উত্তম কুমারকে নিয়ে উঠে আসে বিভিন্ন ধরনের ঘটনা। মহানায়কের সহকর্মীরা এই ধরনের কথা শেয়ার করে নেন ভক্তদের সাথে।

এবার জানা গেল সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে নাকি একবার লুকিয়ে লুকিয়ে গিয়েছিলেন উত্তম কুমার! সেই ঘটনা টের পেয়ে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা বের হন লাঠি নিয়ে। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় নিজের মুখেই এই কথা ফাঁস করলেন দাদাগিরির মঞ্চে। অভিনেত্রীর মুখে এই ঘটনা শোনার পর হেসে ওঠেন সবাই।

আরোও পড়ুন : বড়দিনের আগেই উধাও হবে শীতের আমেজ! হঠাৎ করেই ‘ওয়েদার চেঞ্জে’র আপডেট হাওয়া অফিসের

এমনকি কিছুতেই হাসি থামছিল না সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। ‘প্রধান’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী শুক্রবার। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব। এছাড়াও এই ছবিতে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান অভিনেতারা। এই ছবির প্রচারেই সম্প্রতি দাদাগিরিতে এসেছিলেন কলাকুশলীরা।

আরোও পড়ুন : বাইক অ্যাক্সিডেন্ট কেড়েছিল বন্ধুকে! তারপর চাকরি ছেড়ে, বাড়ি বেচে হেলমেট দান করাই কাজ এই তরুণের

সাবিত্রী চট্টোপাধ্যায় দাদাগিরির এই অনুষ্ঠানে বলেন তাঁর বাবা বিয়ে দিয়েছেন ৯ কন্যার। কিন্তু সাবিত্রী  যেহেতু অভিনয় করেন তাই বাবা তাঁর বিয়ে দিতে চাননি। সাবিত্রী বলেন তাঁর জন্য পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্বন্ধে এসেছিল। তারপর জানান খোদ উত্তম কুমার একবার তাঁর বাড়িতে লুকিয়ে লুকিয়ে এসেছিলেন দেখা করতে।

টের পেয়ে তাঁর বাবা লাঠি হাতে বের হন। বাবা প্রশ্ন করেন রাত দশটার পর কে এসেছে বাড়িতে? তিনি ও তাঁর দিদি আপ্রাণ চেষ্টা করেন এই ঘটনা সামাল দেওয়ার। সাবিত্রী চট্টোপাধ্যায়ের মুখে এই কথা শুনেই হাসির রোল ওঠে অনুষ্ঠান মঞ্চে। এরপর মজা করে সৌরভ পালটা বলেন, “ওই সব দেখেই পরাণদা আর যায়নি।”