বাংলাহান্ট ডেস্ক : বিনোদন জগতে ফের একবার শোকের ছায়া। রীতিমতো চমকে যাওয়ার মতো খবর উঠে এল এবার। এই অভিনেতার অকাল মৃত্যুতে এখন সবার চোখে জল। এই শিল্পীর মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। খুব অল্প বয়সে মৃত্যু হল টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেতার।
এই অভিনেতাকে হারিয়ে এখন অনেকেই বাকরুদ্ধ। টেলিভিশন জগতে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন এই অভিনেতা। এই অভিনেতাকে দেখা গিয়েছিল জি বাংলার বিখ্যাত ধারাবাহিক ‘রাণী রাসমণি’-তে (Karunamoyee Rani Rashmoni)। এই ধারাবাহিককে অভিনয় করে বহু অভিনেতা-অভিনেত্রী দর্শকদের মন জয় করে নেন।
আরোও পড়ুন : হু হু করে নামছে TRP, চ্যানেলের মুখ পোড়াচ্ছে এই দুই সিরিয়াল, বন্ধের দাবি দর্শকদের
এই অভিনেতা ছিলেন তাদের মধ্যে অন্যতম। দীর্ঘ লড়াইয়ের পর ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেতা কিংশুক গাঙ্গুলি। একদমই ঠিক শুনছেন। অভিনেতা কিংশুক গাঙ্গুলি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অকালে এই অভিনেতার চলে যাওয়া টেলিভিশন ইন্ডাস্ট্রি তো বটেই, সাধারণ দর্শকও মেনে নিতে পারছেন না।
আরোও পড়ুন: কোন সীমান্ত রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে? পরীক্ষায় পড়ুয়া যা লিখল, দেখে ‘থ’ হয়ে যাবেন
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের গোবিন্দ সাত্রা চরিত্রে অভিনয় করেন কিংশুক। এছাড়াও এই অভিনেতা অজস্র টেলিভিশন সিরিয়াল ও টেলিফিল্মে অভিনয় করেছেন। ‘আমার দুর্গা’, ‘গুড্ডি’, ‘উমার সংসার’, ‘দেবী চৌধুরানী’, ‘রাম প্রসাদ’-এর মতো বহু সিরিয়ালে অভিনয় করেছেন কিংশুক।
একটা সময় অভিনয়ের পাশাপাশি পরিচালনা করতে দেখা গেছে কিংশুককে। ২০২২ সালে ‘দ্য হিউম্যানিটি’ নামক স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি পরিচালনা করেন কিংশুক। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শোকাচ্ছন্ন কিংশুকের এই মৃত্যুতে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টলিপাড়ার বহু মানুষ।
রাহুল লিখেছেন, “আরেকজন চলে গেল যে আমার ডাকনাম জানত ,আমার স্কুল সিনিয়র ,সুহৃদ,সহযাত্রী কিংশুক চলে গেছে।ভালো থেক বলব না কারণ আমাদের রাজনৈতিক অবস্থান,এটা কি করলেও বলবো না,কারণ ঐরকম ন্যাকামি করলে ঈশ্বরকে/বিজ্ঞানকে ছোট করা হয়..শুধু বলব জীবনের শেষদিন অবধি সবাই যেন ভালোবাসায় থাকে,আয়ু তার যাই হোক,যেমনটা তোমার ছিল।”