নেশনহান্ট ডেস্ক: কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj), এখন সমাজমাধ্যমে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। পার্টি হোক কিংবা পুজো মণ্ডপ, আজকাল দুটিকে সব জায়গাতেই দেখা যাচ্ছে একসাথে। সম্প্রতি কাঞ্চন-শ্রীময়ীকে একসাথে দেখা গেছে জগদ্ধাত্রী পুজোতেও।
তাঁরা সেই ছবি ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমেও।কাঞ্চন নিজের বাড়িতে কালীপুজোর আয়োজন করেন। সেই পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীময়ী। কাঞ্চন মল্লিকের বাড়ির কালীপুজোতে তিনি একাধিক দায়িত্ব পালনও করেছেন। পুজোর জোগাড় থেকে শুরু করে ভোগ রান্না, সবেতেই নেতৃত্ব দিয়েছেন শ্রীময়ী।
আরোও পড়ুন: দুর্দান্ত অফার! গ্যাস সিলিন্ডার কিনলেই এবার ডিসকাউন্ট পাবেন ৫০ টাকা, বুকিং করুন এই উপায়ে
এবার এই জুটিকে একসাথে দেখা গেল পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর বাড়ির জগদ্ধাত্রী পুজোয়। তারপর সেখান থেকে তাঁরা যান ইন্দ্রাণী দত্তর বাড়ির পুজোতেও। সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তাঁরা। কাঞ্চন ও শ্রীময়ী অফিসিয়ালি তাঁদের সম্পর্ককে শিলমোহর দেননি। কিন্তু জনসমক্ষে এনাদের জুটি সবার নজর কেড়েছে।
আরোও পড়ুন : রিচার্জ করতে হবে না টানা ১ বছর! দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির Jio-Airtel, সোনায় সোহাগা গ্রাহকদের
এখনো আদালতে বিচারাধীন কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রীর ডিভোর্সের মামলা। বিচ্ছেদের মামলার পাশাপাশি আদালতে কাঞ্চন মল্লিক মামলা করেছেন ছেলের কাস্টার্ডি চেয়েও। কাঞ্চনের অভিযোগ, তাঁর স্ত্রী দেখা করতে দিচ্ছেন না ছেলের সাথে। পিঙ্কি ও তাঁর পুত্রকে সম্প্রতি কাঞ্চন মল্লিকের কোনও অনুষ্ঠানে দেখা যায় না আর।
তবে আজকাল কাঞ্চনের সাথে শ্রীময়ীর ঘোরাঘুরি অনেকের কাছেই আলোচনার বিষয়বস্তু। যদিও শ্রীময়ী বরাবর বলে এসেছেন কাঞ্চন তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ পথপ্রদর্শক। দিন কয়েক আগেই রক্তবীজ ছবির একটি পার্টিতে দুজনেই ক্যামেরাবন্দী হয়েছিলেন। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহীকে সম্প্রতি কাজ করেছেন কাঞ্চন ও শ্রীময়ী।
সেই ধারাবাহিকের শেষ দিনের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন শ্রীময়ী। সেই ছবিতে শ্রীময়ীর সাথে ছিলেন কাঞ্চন মল্লিকও। তবে সমাজ মাধ্যমে এনারা নিজেদের সম্পর্কের বিষয়ে কখনোই কিছু জানাতে চাননি। ভবিষ্যতে এই জুটির পরিণতি হয় কিনা এখন সেই দিকেই তাকিয়ে অনুরাগীরা।