নেশন হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চতুর্দিকে হিমেল বাতাসের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেটি জানিয়ে দিচ্ছে যে, চলতি বছরে শীতের (Winter) আগমন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এদিকে, আমাদের দেশে মরশুম অনুযায়ী বিভিন্ন পণ্যের এবং খাদ্যবস্তুর চাহিদা হু হু করে বৃদ্ধি পায়। এমতাবস্থায়, সময়ের ওপর ভর করে এবং চাহিদাকে কাজে লাগিয়ে সঠিক ব্যবসা (Business) শুরু করার মাধ্যমে আপনি খুব সহজেই লাভবান হতে পারেন।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ব্যবসা শুরুর মাধ্যমে আপনি শুধু শীতের মরশুমেই কয়েক লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। প্রথমে বিষয়টি জেনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক লাভজনক ব্যবসার প্রসঙ্গ উপস্থাপিত করতে চলেছি। যেটি আপনি খুব সহজেই শীতের মরশুমে শুরু করতে পারেন।
মূলত, আমরা আপনাকে যে ব্যবসায়িক উপায়টি সম্পর্কে জানাবো সেটিতে আপনি শীতের দিনে মাত্র ৪ থেকে ৫ ঘন্টা কাজ করে সহজেই ৪,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। এছাড়াও, বেকার যুবক-যুবতীদের পাশাপাশি কর্মরত ব্যক্তিরাও তাঁদের অবসর সময়কে কাজে লাগিয়ে এটি শুরু করতে পারেন।
আসলে, ঠাণ্ডা আবহাওয়ায় সোয়েটার-জ্যাকেট ও হিটার ছাড়াও কিছু স্যুপের মতো পানীয়ও শরীরে স্বস্তি দেয়। এমন পরিস্থিতিতে শীতকালে স্যুপ তৈরির ব্যবসা ভালোই চলে। শীতকালে মানুষ প্রচুর পরিমাণে স্যুপ খান। এমন পরিস্থিতিতে, আপনি যদি রান্না করতে ভালোবাসেন সেক্ষেত্রে আপনি স্যুপ তৈরি করে সেটি বিক্রির ব্যবসা শুরু করতে পারেন।
আরও পড়ুন: বিমানেও কী হর্ন আছে? কোন পরিস্থিতিতে বাজান পাইলট! উত্তর জেনে অবাক হয়ে যাবেন
আপনি আপনার এলাকার যেকোনো রাস্তায় বা মোড়ে একটি স্যুপের দোকান শুরু করার মাধ্যমে এই ব্যবসা চালাতে পারবেন। এই ব্যবসার ক্ষেত্রে অন্যতম বিষয় হল, এক্ষেত্রে আপনাকে সারাদিন কাজ করতে হয় না। বরং, সন্ধ্যে নাগাদ মাত্র ৪ থেকে ৫ ঘন্টা কাজ করেও ভালো আয় করা যায়।
আরও পড়ুন: ট্রেন থেকে লেপ, কম্বল চুরি করলে কী হয় জানেন? একবার জানলে ভুলেও ছোঁবেন না রেলের জিনিস
কত হবে লাভ: এক্ষেত্রে আপনি টমেটো, সুইট কর্ন এবং চিকেন স্যুপ সহ বিভিন্ন ধরণের স্যুপের আইটেম রাখতে পারেন। সাধারণত এক বাটি স্যুপের দাম হয় ৪০ থেকে ৫০ টাকা। এমতাবস্থায়, প্রতিদিন সন্ধ্যায় ১০০ বাটি স্যুপ বিক্রি করলে সহজেই ৪ থেকে ৫ হাজার টাকা আয় করা যায়। এদিকে, আপনি যদি প্রতিদিন ৪,০০০ টাকা আয় করেন, সেক্ষেত্রে এই উপার্জন এক মাসে ১.২৫ লক্ষ টাকায় পৌঁছে যাবে।
এমন পরিস্থিতিতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই ব্যবসার মাধ্যমে সহজেই ৪ থেকে ৫ লক্ষ টাকা আয় করা যায়। উল্লেখ্য যে, একটি ছোট স্যুপের দোকান শুরু করতে খরচ হয় ১০,০০০ থেকে ২০,০০০ টাকা। তবে, এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি প্রয়োজন অনুযায়ী খরচ বাড়াতেও পারেন।